দেবিদ্বারে বিশিষ্ট আলেম মাওলানা মুনতাসির মোল্লার জানাজা সম্পন্ন
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের প্রখ্যাত আলেম, মরহুম মাওলানা মোজাফফর মোল্লার বড় ছেলে মাওলানা মোঃ মুনতাসির মোল্লার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় এলাহাবাদ ডি.জে.এস দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের ছোট ভাই মাওলানা মোঃ মোখলেসুর রহমানের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা জেলা জমিয়তের সহ-সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন, এলাহাবাদ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী কালু মুন্সি, কৃতি সন্তান মাওলানা জহিরুল ইসলাম মাস্টার,
এলাহাবাদ ডি.জে.এস দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল ইসলাম, মরহুমের খালাতো ভাই মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা জালাল উদ্দিন এবং স্থানীয় চিকিৎসক জনাব কামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মরহুমের ছোট ভাই মাওলানা মোখলেসুর রহমান কান্নাভেজা কণ্ঠে বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন— জেলা জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, সহ-সেক্রেটারি আবু হানিফ, মাওলানা দেলোয়ার হোসেনসহ অসংখ্য আলেম-ওলামা, শিক্ষক, ছাত্র এবং স্থানীয় জনপ্রতিনিধি।
এছাড়াও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আলী হোসাইন, মাওলানা জসিম উদ্দিনসহ সংগঠনের বিপুল সংখ্যক সদস্য জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
লেখক:
মাওলানা মোঃ মাহবুবুর রহমান
সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, কুমিল্লা জেলা শাখা।



