ব্রাহ্মনপাড়ায় স্ত্রী স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর রাজারবাড়ী এলাকায় স্ত্রী স্বীকৃতির দাবিতে টানা সাত দিন ধরে অবস্থান করছেন জেরিন আক্তার নামে এক তরুণী।
জেরিনের দাবি, তিনি ওই এলাকার কাদের মিয়ার ছেলে রিয়াজের স্ত্রী। তবে রিয়াজের পরিবার কোনোভাবেই তাকে স্বীকৃতি দিচ্ছে না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ দিন ধরে নানান কাকতালীয় ঘটনার সৃষ্টি হয়েছে একই গ্রামের জাহাঙ্গীরের মেয়ে জেরিনের স্ত্রী’স্বীকৃতির দাবিতে অবস্থানকে কেন্দ্র করে৷ স্থানীয় ভাবে বেশ কয়েকবার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতি’তে বিষয়টি সুরাহা করার চেষ্ঠা করা হয়েছে বলে জানা যায় ।যদি ঘটনা সত্য হয় তাহলে সকলের উচিত মেয়েটিকে তার পাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হউক৷
স্থানীয়রা জানান,আগামী শুক্রবার আবারো শালিস দরবারের আহব্বান করা হয়েছে। এখন রিয়াজ ও তার পরিবার বিয়ের বিষয়টি অস্বীকার করছে।এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ তরুণীর পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন।
তরুণী জেরিন আক্তার জানান,গত ১ সপ্তাহ ধরে রিয়াজের বাড়ীর একটি কক্ষে তালাবদ্ধ ভাবে বসবাস করছেন। ভালোবেসে রিয়াজের সঙ্গে তার বিয়ে হয়েছে।কিন্তু এখন সবাই এখন অস্বীকার করছে৷ আগামী শুক্রবার শালিস বসবে। শুক্রবার পর্যন্ত নিজের জন্য হলেও এই রুমে থাকতে হবে বলে জানান তিনি।
বিষয়টি জানতে চেয়ে রিয়াজের বাবা কাদের মিয়ার সাথে কথা বললে তিনি জানান,শুক্রবার ইউপি চেয়ারম্যানের উপস্থিতে শালিস বসবে এর আগে কিছু বলতে পারবো না।
ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম পলাশ বলেন, বিষয়টি আমি এই মাত্র জানতে পারলাম। খোজঁ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



