দাউদকান্দিতে ৩০০ শীতার্তদের পাশে দাঁড়ালো আলোর দিশারী মানবসেবা সংগঠন
ইমরান মাসুদ:
সারা দেশে যখন শীতের তীব্রতা জেঁকে বসেছে নিম্ন সাধারণ মানুষ গুলো শীতে কাপছে ঠিক সেসময়
“চলো আমরা একসাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০ ঘঠিকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ কলেজের পশ্চিম পাশে আলোর দিশারী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে ৩০০ শীতার্ত পরিবারকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম প্রধান, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ লতিফ ভূইয়া সম্মানিত প্রধান উপদেষ্টা। সংগঠনের স্থায়ী পরিচালক মুন্নি প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন সিকদার উপদেষ্টা, মোঃ ইমরান মাসুদ সিনিয়র সাংবাদিক এবং সাধারণ সম্পাদক দাউদকান্দি ডিজিটাল প্রেসক্লাব। উপদেষ্টা, সিদ্দিকুর রহমান ও আওলাদ হোসেন।
সভাপতি, জাহিদ তালুকদার ।
উপদেষ্টা, এন,জামান, অলিউল্লাহ বেপারি, শরিক ভুঁইয়া ।
ইঞ্জি: মাজহারুল ইসলাম সহ-সভাপতি, আল আমিন তালুকদার সহ-সভাপতি, এস বি সুমন সাধারণ সম্পাদক, রাসেল আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক,
আশরাফুল আলম অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ আলমগীর হোসেন দপ্তর সম্পাদক, শাইনাজ মহিলা বিষয়ক সম্পাদিকা, তাজুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ জামাল সদস্য, মোঃ হাসান সদস্য, রাবেয়া আক্তার সদস্য এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জি: মাজহারুল ইসলাম সহ-সভাপতি। এবং সংগঠনের প্রতিষ্ঠাতা /পরিচালক, সোদী প্রবাসী হাজী মোয়াজ্জেম হোসাইন এর তত্বাবধানে ও সকল প্রবাসি সদস্যদের অর্থায়ানে আজকের এ আয়োজন সফল হয়।



