দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়ক সামির হোসেন ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন কমিটি বাতিল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলা শাখা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কুমিল্লা উত্তর জেলা জাসাস।
শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এস. এম. মিজান স্বাক্ষরিত একটি লিখিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, তিতাস উপজেলা জাসাস কমিটির আহ্বায়ক সামির হোসেন ও সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাদের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিতাস উপজেলা জাসাসের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে শনিবার রাতে ওই কমিটির ৮নং যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি-র বিরুদ্ধে তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরান খান-কে গালিগালাজ করার অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই ঘটনার জের ধরে জেলা জাসাস তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম বলেন,“সামির হোসেনকে আগেও আমরা শোকজ করেছিলাম। তিনি আমাদের অনুমতি ছাড়াই তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পদে যোগ দিয়েছেন। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান,“সদস্য সচিব দেলোয়ার হোসেনও সম্প্রতি তিতাসের জগতপুর ইউনিয়নে জেলা বিএনপির একটি অনুষ্ঠানে শৃঙ্খলা ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ওই ঘটনায় তার বিরুদ্ধেও একাধিক নেতার লিখিত অভিযোগ পাওয়া গেছে।”
জেলা জাসাসের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের মর্যাদা ও দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে