হালিম সৈকত,কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির
নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের হয়ে পোড়াকান্দি,দাশকান্দি,হরিপুর, রতনপুর ও কদমতলীসহ আশেপাশের কয়েকটি গ্রাম ঘুরে বিজয় র্যালীটি দাশকান্দি বাজারে গিয়ে শেষ হয়।
এরপর দলীয় নেতাকর্মীরা ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ফরিদ উদ্দিন সরকার ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মশিউর মোল্লা, সাধারণ সম্পাদক খোকন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া,উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সায়মন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ নূর , ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ফারুক সরকার, ইউনিয়ন ছাত্রনেতা সাইফুল সরকার, রিপন সরকার, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব কালাম সরকার, ইউনিয়ন যুবদলের সদস্য ইলিয়াস, রুবেল, হারুনসহ আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ফরিদ উদ্দিন সরকার ও যুবরাজ রাসেল বলেন, দল যোগ্য মনে করেছে বিদায় নেতৃত্বে বসিয়েছে। দলের দুঃসময়ে দল ত্যাগ করিনি। এখন কাজ হবে দলকে সুসংগঠিত করে শক্তিশালী করা। এসময় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়াসহ সকল নেতৃবৃন্দের প্রতি।