খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

লাইলাতুল কদরের দোয়া আমল ও ফজিলত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ
লাইলাতুল কদরের দোয়া আমল ও ফজিলত

লাইলাতুল কদরের দোয়া আমল ও ফজিলত অনেক।  এই কদরের রাতে সবচেয়ে বেশি যে দোয়া পড়তে হয় সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ইহকাল ও পরের জীবনে মঙ্গল কামনা করা: রাব্বানা আতিনা ফিদ-দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আজাবান-নার। ”। বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালের জীবনেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই রাত হাজার মাস অফেক্ষা উত্তম ।

রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে বিজোড় রাতগুলোর যে কোনো একটি রাতে ‘লাইলাতুল কদর’ হবে।  সমাজের মুসল্লিরা এই ১০ দিনের জন্য ইতিকাফে অবস্থান করে। এই ১০ দিন ইতিকাফের অনেক ফজিলত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও আমৃত্যু পর্যন্ত ইতেকাফ করেছেন।

লাইলাতুল কদরের হাদিস:

আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«مَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

“যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তাঁর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে”। (সহীহ বুখারী, হাদীস নং ১৯০১)

মুসনাদে আহমাদের বর্ণনায় এসেছে,

«فَمَنْ قَامَهَا ابْتِغَاءَهَا إِيمَانًا، وَاحْتِسَابًا، ثُمَّ وُفِّقَتْ لَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ».

“যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করবে, অতঃপর সে রাত লাভ করার তাওফীকপ্রাপ্ত হবে, তার পিছনের ও পরের সমস্ত গুনাহ মাফ করা হবে”। মুসনাদ আহমাদ, (হাদীস নং ২২৭১৩)

নাসাঈর বর্ণনায় এসেছে,

«وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

“যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদাত করে, তাঁর পিছনের সমস্ত গুনাহ মাফ করা হবে”। (নাসাঈ, হাদীস নং ৩৪০৫)

এ রাতের কিয়াম হলো, তাহাজ্জুদের সালাত আদায় ও অন্যান্য সালাত আদায় করা।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে দো‘আ করতে নির্দেশ দিয়েছেন। সুফইয়ান রহ. বলেন, লাইলাতুল কদরে দো‘আ করা আমার কাছে সালাত আদায়ের চেয়ে অধিক প্রিয়। আর যদি কুরআন তিলাওয়াত করে, দো‘আ করে এবং দো‘আর দ্বারা আল্লাহ নৈকট্য তালাশ করে তাহলে তা উত্তম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং দীর্ঘ কিরাত পড়তেন। রহমাতের কোনো আয়াত আসলে আল্লাহর কাছে রহমাত চাইতেন, আযাবের আয়াত আসলে তাঁর কাছে পানাহ চাইতেন। অতএব, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, কিরাত, দো‘আ ও গবেষণা একত্রিত করতেন।

রমযানের শেষ দশকে ও অন্যান্য সময় এভাবে সালাত আদায় করা উত্তম। শা‘বী বলেন, কদরের দিন রাতের মতোই মর্যাদাবান। ইমাম শাফে‘ঈ রহ. বলেন, কদরের রাতের পরিশ্রমের মতো কদরের দিনেও ইবাদতে কঠোর পরিশ্রম আমি মুস্তাহাব মনে করি। আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,

«يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَا أَدْعُو؟ قَالَ: تَقُولِينَ: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي».

“ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কী দো‘আ পড়বো? তিনি বলেন, তুমি বলবে, হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব, তুমি আমাকে ক্ষমা করে দাও।” ( তিরমিযী, ৩৫৩১)

আল্লাহর পরিচয় লাভকারীগণ আল্লাহর মহত্ব ও বড়ত্ব জানার কারণে তার সমীপে নতজানু হয়ে পড়ে। পাপীগণ ক্ষমার ঘোষণা শুনে আল্লাহর কাছে তাওবা করে ক্ষমার আশা করে। সুতরাং হয় মুক্তি চাইবে নতুবা জাহান্নামে যাবে। তবে লাইলাতুল কদরে এবং রমযানের শেষ দশকে ইবাদতে কঠোর পরিশ্রম করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে; কারণ, আল্লাহর সত্যিকার পরিচয় লাভকারীরা বান্দাগণ ভালো কাজে কঠোর পরিশ্রম করে থাকেন কিন্তু নিজেদের আমল, অবস্থা ও কথাবার্তার দিকে তাকান না, বরং তারা আল্লাহর ক্ষমা প্রার্থনার দিকে প্রত্যাবর্তন করেন। যেমনটি ঘটে থাকে নিজের অপরাধ স্বীকারকারী গুনাহগারের অবস্থা। এজন্যই মুতাররিফ রহ. তার দো‘আয় বলতেন, হে আল্লাহ আপনি আমাদের ওপর রাজি-খুশি হয়ে যান। আর যদি আপনি রাজি-খুশি না হন তাহলে অন্তত আমাদেরকে ক্ষমা করুন।

লাইতুল কদরের আরো অনেক হাদিসের মধ্যে এটা বলা হচ্ছে যে,

«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».

“যে ব্যক্তি রমযানে ঈমানের সাথে ও সাওয়াব লাভের আশায় সাওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়”। (সহীহ বুখারী, হাদীস নং ২০১৪ ও সহীহ মুসলিম, হাদীস নং ৭৬০)

লাইলাতুল কদরের বিশেষ আমল

১)  পরিষ্কার ও পরিচ্ছন্ন হওয়া: লাইলাতুল কদরের বরকত লাভের প্রধান শর্ত হলো ভেতর ও বাইরের পবিত্রতা লাভ এবং একনিষ্ঠ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে ইবাদত করা।। আল্লামা ইবনে রজব হাম্বলি বলেন—‘উত্তম হলো- যে রাতে কদর অনুসন্ধান করা হবে, তাতে পরিচ্ছন্নতা অর্জন করা, সুগন্ধি ব্যবহার করা, গোসল-সুগন্ধি-উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা। আর বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্যের জন্য যথেষ্ট নয়, যদি না মানুষের ভেতরটা সুন্দর হয়। মানুষের ভেতর সুন্দর হয় তওবা ও আল্লাহমুখী হওয়ার মাধ্যমে।’ (লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা- ১৮৯)

২. অধিক পরিমাণে কুরআন তিলাওয়াত করা। উত্তম হবে অর্থ ও ব্যাখ্যাসহ কুরআন পাঠ করা।

৩) মাগরিব, এশা ও ফজর নামাজ জামাতে আদায় করা: কদরের রাতে মাগরিব, এশা ও ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত। তাহলে হাদিস অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে।’ (মুসলিম: ৬৫৬)

৪) রাত জেগে ইবাদত করা: সারারাত নিজে ইবাদত-বন্দেগি করা এবং পরিবারের সবাইকে ইবাদত করার জন্য জাগিয়ে দেওয়া। বছরের অন্য কোনোরাতে সারারাত জেগে ইবাদত করার ব্যাপারে এত বেশি গুরুত্ব নবীজির জীবনীতে দেখা যায় না। সাধারণত তিনি এশার নামাজের পরে বেশি দেরি করতেন না, দ্রুত ঘুমিয়ে যেতেন এবং মধ্যরাতে জেগে ইবাদত করতেন। কিন্তু শবে কদরে তিনি সারারাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের অন সদস্যদেরও ইবাদত করার জন্য তাগিদ দিতেন।

লাইতুল কদরের ফজিলত

১. লাইলাতুল কদর রাতের ফজিলাত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হয়েছে, যার নাম ‘সূরাতুল কদর’।
২. লাইতুল কদরের মাসের এক রজনীর ইবাদাত হাজার মাসের ইবাদাতের চেয়েও উত্তম।
৩. এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসে এবং তারা তখন দুনিয়ায় কল্যাণ, বরকত ও রহমত বর্ষণ করতে থাকেন;
৪. কদরের রাতে ইবাদতে লিপ্ত বান্দাদের ফেরেশতাগণ জাহান্নামের আজাব থেকে মুক্তির বাণী শোনান।
৫. লাইতুল কদরের রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগিরা গুনাহ মাফ করে দেয়া হয়।

ত্যাগ: লাইতুল কদরের দোয়া, লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের আমল, কদরের রাতে সবচেয়ে বড় আমল, কদরের নামাজের নিয়ম, কদরের নামাজের নিয়ত, কদরের রাতের আলোচনা, লাইতুল কদরের হাদিস, লাইতুল কদরের নামাজ, লাইলাতুল কদরের হাদিস, কদরের কোরআনের আয়াত, লাইলাতুল কদর সম্পর্কে কোরআনের আয়াত, লাইলাতুল কদর ২০২৪

 

আরো পড়ুন: লাইলাতুল কদর নামাজের নিয়ম

নারী সংস্কার বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
নারী সংস্কার বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ 

 

 

আশিকুর রহমান :

 

নারীবিষয়ক সংস্কার কমিশনকে ইসলামবিদ্বেষী উল্লেখ করে তাদের কমিশন ও সুপারিশ বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম নরসিংদীর উদ্যাগে বিক্ষোভ মিছিল ও সভা করেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর জেলা হেফাজত ইসলামের সভাপতি দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা খন্ড খন্ড মিছিল সহকারে পৌর শহরের স্বাধীনতা চত্বরে এসে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত এক সভায় হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসজিদের ইমামরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারত ও ফিলিস্তিনের গাজায় মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।এসময় জেলা হেফাজত ইসলামের মহাসচিব বৌয়াকুড় দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন নূরপুরী, বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার

রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং দেশ টিভির ভিডিও জার্নালিস্ট ও বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাই টিভির জসিম উদ্দিন,

রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,

কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভির কুমিল্লা উওর প্রতিনিধি মো.মাঈন উদ্দিন,দপ্তর সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লাহ মাহিন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক ভোরের কলামের সম্পাদক মো.তৌহিদ মাহমুদ অপু,

আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাকলাইন যোবায়ের,

দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক রানা), দেশ রূপান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়া,

সময়ের আলো ও রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো.ইয়াছিন মিয়া।

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় গতকাল মঙ্গলবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মেহেদী হাসান গত রোববার ঢাকা থেকে কুমিল্লা যাবার পথে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন,

সাইদুর রহমানের হোটেলের সামনে প্রতিপক্ষ আলমগীর ও খাদিজার আক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে ৮/১০ জন একত্রিত হয়ে রামদা,

চাপাতি ,সুইচ গিয়ার, লোহার রড, হকি স্টিক, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ।

এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী সাথে সাথে মেহেদী হাসানকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে ১৬টি সেলাই করা হয়েছে।

প্রতিপক্ষরা যাওয়ার সময় বলে যায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মেহেদী হাসানের মা শাহিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আসামিরা হল,

আলমগীর হোসেন, খাদিজা আক্তার ,মোঃ আল আমিন, শারমিন আক্তার, শরিফুল ইসলাম।

বর্তমানে মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। উল্লেখ্য প্রতিপক্ষদের বিরুদ্ধে এলাকায় বিগত দিনে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

নারী সংস্কার বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ  কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম। বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন  অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে আগরতলার বিশালঘরে ওয়াকফ আইন বাতিলের দাবীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন অটোতে, প্রাইভেট কারে এসে ছোঁ মেরে পগারপার কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫ তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩ এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার সাংবাদিকসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের গণমাধ্যম সপ্তাহের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর স্মারকলিপি সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন টোলকর্মীকে ‘কয়েক সেকেন্ডে সাত থাপ্পড়’ নারীর নরসিংদীতে গুলি করে একজনকে হত্যা বিএনপির তুহিন এখন আওয়ামী লীগের ছায়া সরকার-০২ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে লোকজ বৈশাখী মেলার আয়োজন ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সিদ্ধিরগঞ্জে স্ত্রী-ছেলেসহ তিন খুন: আসামি ইয়াছিন ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
Open chat
Hello
Can we help you?