দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাইভেট মাদ্রাসার বৃত্তি পরীক্ষ

জমির উদ্দীন
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এডুকেশন সোসাইটির (বিপিএমইএস) বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৯ নভেম্বর) ও আজ শনিবার(৩০ নভেম্বর ) ২ দিন দেবীগঞ্জ উপজেলার মহিলা ডিগ্রি কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় দেবীগঞ্জ ও ডোমার উপজেলার ৮ টি মাদরাসার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
অংশ নেয়া মাদরাসাগুলো হল ইকরা মডেল মাদরাসা, সোনাহারের তালিমূল ইসলাম মডেল দাখিল মাদরাসা, আলোর দিশারী নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা, দেবীগঞ্জের ইকরা তালিমূল কোরআন নূরানী ক্যাডেট মাদরাসা, ডোমার স্বপ্নসিঁড়ি নূরানী ক্যাডেট মাদরাসা, ডোমার তানজিমূল উম্মাহ মডেল মাদরাসা। পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত।
পরীক্ষার কেন্দ্রে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এডুকেশন সোসাইটির (বিপিএমইএস) চেয়ারম্যান ডা. খায়রুল আনাম ও সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
দেবীগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব শেখ ফরিদ জানান, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা এডুকেশন সোসাইটির অধীনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ও শনিবার এ দুদিন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩৮ জন শিক্ষার্থী অংশ নেন।