খুঁজুন
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ, ১৪৩২

টাকা ছাড়া কোন কথা নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ব্রীজ প্রকল্পের ডিপিডি আবু নাছের বাবরের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
টাকা ছাড়া কোন কথা নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ব্রীজ প্রকল্পের ডিপিডি আবু নাছের বাবরের

 

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবু নাছের বাবর নামের একজন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা১.৫০ কোটি টাকার বিনিময়ে গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পে ডিপিডি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

আবু নাছের বাবর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যখন ত্রাণ মন্ত্রী ছিলে তখন তার দুর্নীতির মূল হোতা আকাশ কুমার ভৌমিকের একনিষ্ঠ লোক ছিলেন সহকারী-প্রকৌশলী বাবর এক সময় বন‍্যা আশ্রয় কেন্দ্র প্রকল্পে তখন টেন্ডারকৃত বন‍্যা আশ্রয় কেন্দ্রের দর পূর্বে জানিয়ে দিয়ে প্রায় ১০০ কোটি টাকা ইনকাম করেছে।আকাশ কুমার ভৌমিক বাবরের মাধ‍্যমে অধিদপ্তরের দুর্নীতির সকল টাকা উত্তলন করতেন।

কম্বল থেকে শুরু করে যতরকমের শুকনা খাবার এবং ঢেউটিনসহ সবকিছু প্রভাতী এন্টারপ্রাইজ এবং তালুকদার এন্ড কোং নামীয় আরো কয়েকটি ঠিকাদার বাবরের নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠানের নামে দরপত্র সর্বনিম্ন দরদাতা হিসেবে ঘোষণা করতেন।

উল্লেখ‍্য যে আগে এই বাবর এই প্রকল্পে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত অবস্থায় প্রকল্প পরিচালক আইনুল কবির এর সহযোগীতায় সঠিক পদ্ধতি না মেনে ১০৬ জন আউট সোর্সিং এ কার্যসহকারী নিয়োগ দেয়। কয়েকজন নিয়োগকৃত কার্য-সহকারীর সাথে যোগাযোগ করে জানা যায় পিডি এবং বাবর সিন্ডিকেট করে জনপ্রতি ৭/৮ লাখ করে টাকা করে আদায় করেন।

যারা টাকা দিতে পারেনি তাদের কাউকে এ প্রকল্পে নিয়োগ দেওয়া হয়নি। তাছাড়া সে যখন ব্রীজের সহকারী প্রকৌশলী ছিল তখন কুমিল্লা, ময়মনসিং , মুন্সিগঞ্জের DRRO , একসময়ের HBB সহকারী প্রকৌশলী আরিফ, পিআইও দিলিপ, মুজিব কিল্লা প্রকল্পের আশফাক ইমতিয়াজ সহ আরও অনেকের থেকে সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সিন্ডিকেট আকাশ বাবু সহ অনেকের কাছ থেকে ১০/১২ কোটি টাকা নিয়ে বিভিন্ন প্রকল্পে দিবে বলে টাকা সংগ্রহ করেছে। তৎকালীন সময়ে কাউকেই দিতে পারেনি এবং তাদেরকে সেই টাকা ফেরতও দেয়নি তারা টাকা ফেরত চাইলে বিভিন্ন মামলা হামলার হুমকির ভয়ভীতি দেখান, দুদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।

এ বিষয়ে পিআইও , রাউজান উপজেলার আয়েশা ওনার সাথে কথা বলে জানা যায় অভিযোগটি সম্পূর্ণ সঠিক। তাছাড়া বর্তমানে ডিপিডি হওয়ার সুবাদে তিনি ফ্যাসিস্ট সরকারের আমলের মন্ত্রীর আর্শীবাদ প্রাপ্ত SELKON নামক ওনার এক ঘনিষ্ঠ কোম্পানিকে সারা বাংলাদেশের ৬৪ জেলার সকল গার্ডার ব্রীজের PIT টেস্ট এবং Bearing Plate টেস্ট করান এবং উচ্চমূল্যে Bearing Plate ওনার থেকে নিতে হবে সবচেয়ে বড় জালিয়াতি হলো টেস্টের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর স্বাক্ষর জালিয়াতি করে SELCON এর স্টীকার মেরে প্রতিটি ব্রীজ হতে প্রায় ১২০০০০/-এক লক্ষ বিশ হাজার টাকা করে নগদে নিয়ে নিচ্ছে। SELKON থেকে টেষ্ট রিপোর্ট না করালে সেই ডিপিডির রুমে ফাইল আটকা পরে থাকে।

মানিকগঞ্জ , টাঙ্গাইল , চট্টগ্রাম , কক্সবাজার , কুমিল্লা জেলার একাধিক ঠিকাদারের সাথে কথা বলে যানা যায় শুধু ফাইল ছাড়ানোর SELKON থেকে দ্বিতীয়বার করাতে বাধ‍্য করানো হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীদের সাথে কথা বললে নাম না বলার শর্তে বলের ডিপিডি থেকে ফাইল ছাড়ানোর জন‍্য আমাদের ফিল্ডে চাপ দিতে হচ্ছে , ডিপিপিকে পিডি নিজেই নিয়ন্ত্রন করতে পারছে না সেখানে আমরা অসহায় ।

আমরাও এই সিন্ডিকেট থেকে মুক্তি চাই।এতে সরকারের টাকা লাপাত্তা হচ্ছে কেননা টেস্ট এর জন্য যেই টাকা ধরা হয়েছে সেই টাকা বুয়েট/কুয়েট/চুয়েট যেই প্রতিষ্ঠান থেকে করা হউক সেটা নির্দিষ্ট একাউন্টে জমা হবে এবং সেটার জমা স্লিপ থাকবে। খোজ নিয়ে জানা যায় একটি মাত্র নামবিহীন Bearing Plate এর টেস্ট রিপোর্ট অরিজিনাল করিয়ে রঙ্গিন ফটোকপি করে সারা বাংলাদেশের প্রায় ১০০০ হাজার ব্রীজের প্রায় ১২ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে SELKON কোম্পানির নামে আবু নাছের বাবর।

বর্তমানে বাবর ডিপিডি হওয়াতে এ অধিদপ্তরের দুর্নীতির পরিমান অনেকাংশে বেড়ে যাবে বলে ধারনা করছে ভুক্তভোগীরা। বাবর ব্রীজ প্রকল্পের সহকারী প্রকৌশলী হিসেবে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্মরত থাকা অবস্থায় ধারনা করা হচ্ছে প্রায় ২০০ কোটি টাকার অধিক মালিক বনে যান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের ডিপিডি হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে ব্রীজের বিল ছাড়ার উৎকোচ এর পরিমান বেড়ে গেছে বলে শুনা যাচ্ছে তিনি ফাইল প্রতি টাকা কম হলে বলেন ১.৫ কোটি টাকার বিনিময়ে হয়েছি ডিপিডি টাকা তুলতে হবে না হয় টাকা বানের জ্বলে ভেসে যাবে।

ওনার বিষয়ে খোজ নিয়ে আরো জানা যায় ডিপিডি বাবর এর গ্রামের বাড়ি ফেনীতে রয়েছে তার নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে বেনামে অঢেল সম্পদ, ঢাকাতে শান্তিনগর রয়েছে একাধিক ফ্লাট, ঢাকার পূর্বাচলে রয়েছে ১০ কাঠার ০২ টি প্লট, চট্টগ্রাম জালালাবাদ হাউজিং এ রয়েছে ০৬ টি ফ্লাট, বসুন্ধরা আবাসিক এলাকায় জে ব্লকে রয়েছে ১০ কাঠা প্লট, তাছাড়াও শহরে বিভিন্ন জায়গায় নামে বেনামে রয়েছে একাধিক ফ্লাট এ ব্যাপারে আবু-নাছের বাবরকে মুঠোফোন কল করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

এ মন্ত্রণালয়ে উপদেষ্টা জনাব ফারুক ই আযম এর সাথে যোগাযোগ করার জন্য মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ করেননি এবং ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার

রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং দেশ টিভির ভিডিও জার্নালিস্ট ও বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাই টিভির জসিম উদ্দিন,

রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,

কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভির কুমিল্লা উওর প্রতিনিধি মো.মাঈন উদ্দিন,দপ্তর সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লাহ মাহিন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক ভোরের কলামের সম্পাদক মো.তৌহিদ মাহমুদ অপু,

আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাকলাইন যোবায়ের,

দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক রানা), দেশ রূপান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়া,

সময়ের আলো ও রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো.ইয়াছিন মিয়া।

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় গতকাল মঙ্গলবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মেহেদী হাসান গত রোববার ঢাকা থেকে কুমিল্লা যাবার পথে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন,

সাইদুর রহমানের হোটেলের সামনে প্রতিপক্ষ আলমগীর ও খাদিজার আক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে ৮/১০ জন একত্রিত হয়ে রামদা,

চাপাতি ,সুইচ গিয়ার, লোহার রড, হকি স্টিক, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ।

এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী সাথে সাথে মেহেদী হাসানকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে ১৬টি সেলাই করা হয়েছে।

প্রতিপক্ষরা যাওয়ার সময় বলে যায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মেহেদী হাসানের মা শাহিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আসামিরা হল,

আলমগীর হোসেন, খাদিজা আক্তার ,মোঃ আল আমিন, শারমিন আক্তার, শরিফুল ইসলাম।

বর্তমানে মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। উল্লেখ্য প্রতিপক্ষদের বিরুদ্ধে এলাকায় বিগত দিনে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে এক কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি, এমনকি মদ্যপান ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজেকে বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

চাঁদাবাজির কৌশল

ভুক্তভোগীদের অভিযোগ, সুর্য চৌধুরী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুর্বলতা খুঁজে পেলে তা নিয়ে ‘সংবাদ প্রকাশ’ করার ভয় দেখান। এরপর অর্থের বিনিময়ে ‘সংবাদ বন্ধ’ রাখার প্রস্তাব দেন। এমনকি কোন কোন সময় ক্যামেরা বা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটিকে ‘প্রমাণ’ হিসেবে ব্যবহার করে চাপ প্রয়োগ করেন।

বান্দরবানের রুমা এলাকার এক দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “উনি আমার দোকানে এসে বললেন, লাইসেন্স নাই, এটা নিউজ হলে সমস্যা হবে। পরে বলেন, ১০ হাজার টাকা দিলে নিউজ হবে না।”

অসামাজিক কর্মকাণ্ড

অভিযোগ রয়েছে, সুর্য চৌধুরী বিভিন্ন সময়ে পাহাড়ি পর্যটন এলাকায় মদ্যপান করেন এবং মাদক সেবন করেন। স্থানীয় কয়েকজন জানান, তিনি সন্ধ্যার পর বিভিন্ন হোটেলে ‘গোপন আড্ডা’ দেন যেখানে মদপানসহ অসামাজিক কার্যকলাপ চলে।

এক স্থানীয় রিসোর্টের কর্মচারী জানান, “ওনাকে প্রায়ই দেখি সন্ধ্যার দিকে গেস্টদের সঙ্গে বসে মদ খেতে। আমাদের বারবার নিষেধ করলেও উনি বলেন—আমি সাংবাদিক, কেউ কিছু করতে পারবে না।”

সাংবাদিকতার আড়ালে ‘ব্যবসা’

বান্দরবানের প্রকৃত সাংবাদিকদের একাংশ জানিয়েছেন, সুর্য চৌধুরীর মত কথিত সাংবাদিকদের কারণে এলাকার সাংবাদিক সমাজ বিব্রত। বান্দরবান প্রেস ক্লাবের এক সদস্য বলেন, “সাংবাদিকতার নামে এমন চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক।”

প্রশাসনের অবস্থান

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সজাগ রয়েছে।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। কিছু অসাধু ব্যক্তি এই পেশার আড়ালে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে থাকেন, যা সমাজে সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করছে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এ ধরনের ব্যক্তিদের ব্যাপারে সতর্ক ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম। বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন  অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে আগরতলার বিশালঘরে ওয়াকফ আইন বাতিলের দাবীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন অটোতে, প্রাইভেট কারে এসে ছোঁ মেরে পগারপার কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫ তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩ এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার সাংবাদিকসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের গণমাধ্যম সপ্তাহের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর স্মারকলিপি সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন টোলকর্মীকে ‘কয়েক সেকেন্ডে সাত থাপ্পড়’ নারীর নরসিংদীতে গুলি করে একজনকে হত্যা বিএনপির তুহিন এখন আওয়ামী লীগের ছায়া সরকার-০২ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে লোকজ বৈশাখী মেলার আয়োজন ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সিদ্ধিরগঞ্জে স্ত্রী-ছেলেসহ তিন খুন: আসামি ইয়াছিন ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার টিকটকে পরিচয়, পরে দুই বন্ধু মিলে ধর্ষণ
Open chat
Hello
Can we help you?