দাউদকান্দিতে মৎস্য প্রজক্টে চাঁদাবাজির অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদসভা

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে আউটবাগ একতা মৎস্য প্রকল্পে চাঁদা না দেওয়ায় প্রকল্পের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন প্রতবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরে দেরটায় উপজেলার আউটবাগ একতা মৎস্য প্রকল্পে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত আওয়ামী লীগ সময়ে এ প্রকল্পে সাধারণ কৃষকদেরকে ঠকিয়ে নাম মাত্র কিছু টাকা দিয়ে বাকাী লক্ষ লক্ষ টাকা নেতারা হাতিয়ে নিয়েছে। কোন রাজনৈতিক সরকার না থাকায় সাধারণ কৃষকরা মিলে একতা মৎস্য চাষ প্রকল্পের কাজ শুরু করলে বিএনপি নামধার কিছু নেতা মিজান,
তৈয়ব আলী ও রেজাউল করিম এসে প্রকল্পের মাটি কাটার কাটা বন্ধ করে দেয়। সোমবার রাতে ৪/৫টি মর্টরসাইকেল দিয়ে ১০/১২জন যুবক এসে চাঁদা না দিয়ে কোন চলবে না হুমকি দিয় মাটি কাটার ভেকু বন্ধ করে চাবি নিয়ে যায়। পরে রাতেই কৃষিকরা থানা পুলিশ জানায়।
এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আউটবাগ গ্রামবাসী ও একতা মৎস্য প্রকল্পের সদস্যরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করেন। এ সময় বক্তব্য রাখেন একতা মৎস্য প্রকল্পের চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ বলেন,
গত আওয়ামী লীগ সরকারের আমলে আউটবাগ গ্রামবাসী বৈসম্যের শিকারের কারণে আমরা কৃষকরা মিলে মৎস্য প্রকল্প কাজ শুরু করি। গতকাল সোমবার বিএনপি নামধারী কিছু চাঁদাবাজ মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় আমাদের মাটি কাটার ভেকু বন্ধ করে চাবি নিয়ে যায়। তাই আমরা মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছি।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়ন আলীর সাথে আলাপকালে তিনি বলেন, আমি বলেছ সকলে মিলেমিশে মৎস্য প্রকল্প করত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সময়ে যে লুটপাট করেছে তা না হয়। তবে চাঁদা দাবী করে যারা মাটি কাটার ভেকু মেশিনের চাবি নিয়েছে তা ঠিক করে নাই।
দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী সাথে আলাপকালে তিনি বলেন, এমন অভিযোগ পেয়েছি। একজন দারগা কে দায়িত্ব দিয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে।