দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ১৭নং রায়শ্রী উঃ ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড দাদিয়াপাড়ার মেয়াজি বাড়ির একজন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা নামের একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।
আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে দেশ ও প্রবাসীদের অর্থায়নে পরিচালিত দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় মেয়ের বিয়ের জন্য নগদ ❝পঁচিশ হাজার টাকা❞ সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বাদ জুম্মা শাহরাস্তি উপজেলার (১৭নং ওয়ার্ড) দাদিয়াপাড়া পূর্ব পাড়া গ্রামের শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় ওই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সিনি:সহ সভাপতি, আবু ইউসুফ সুমন জানান, ইসলামে বিয়ে শুধু একটি সামাজিক রীতি নয়, বরং একটি ইবাদত, যা সমাজকে পবিত্র রাখে, ব্যভিচার থেকে বিরত রাখে এবং সুস্থ প্রজন্ম গঠনে সহায়তা করে। যে ব্যক্তি অন্যের বিয়েতে আন্তরিকভাবে সাহায্য করে, বিশেষ করে গরীব-অসহায় মানুষের, সে একটি মহৎ ইবাদতে অংশ নেয় এবং আল্লাহর পক্ষ থেকে বিপুল সওয়াব লাভ করে। আজকের সমাজে যখন অনেক তরুণ অর্থাভাবে বা সামাজিক প্রতিবন্ধকতায় বিয়েতে বাধাগ্রস্ত হয়, তখন আমরা যারা তাদের পাশে দাঁড়াতে পারি, আমাদের উচিত তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া। এ কাজ শুধু দান নয়, বরং তা একটি সদাকায়ে জারিয়া হতে পারে যার সওয়াব মৃত্যুর পরও বহমান থাকবে।



