খুঁজুন
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক, ১৪৩২

কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ
কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ 

 

 

মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে কুদ্দুস মিয়া নামে এক কবিরাজের কাছে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে উপজেলার ফুলতলী গ্রামের শারমিন আক্তার মিম(১৯) নামের এক গৃহবধূ৷ এই ঘটনায় ভিক্টিমের মা জোসনা বেগম সোমবার(২০-১০-২৫) বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন৷

 

লিখিত ঐ এজাহার সুত্রে জানা যায়, গত ৩০-০৬-২০২৫ তারিখ সকালে ছোট বোন নাসরিন আক্তারকে জিন ছাড়াতে কবিরাজ কুদ্দুস মিয়ার বাড়ীতে গেলে কুদ্দুস কবিরাজ বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে তার বসত ঘরের একটি গোপন কক্ষে নিয়ে যায় ভিক্টিমকে। পরে ঐখানে জোর জবরদস্তি করে ভিক্টিমকে ধর্ষন করে ভিডিও ধারন করে৷ এরপর ভিডিও ভয় দেখিয়ে ভিক্টিমের কাছে প্রায় এক লক্ষ পয়তাল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় কবিরাজ কুদ্দুস মিয়া। দীর্ঘদিন যাবত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকী দিয়ে একাধিক বার শারিরিক সম্পর্ক করে ঐ কবিরাজ৷ এক পর্যায়ে ভিক্টিমের কাছে আরো মোটা অংকের টাকা দাবী করে এতে অস্বীকৃতি জানালে ভিক্টিমের শশুর বাড়ী ও স্বামী সহ বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়৷

 

ভিক্টিম শারমিন আক্তার মিম সাংবাদিকদের বলেন, আমি আমার ছোট বোনকে জিন ছাড়াতে নিয়ে যাই কবিরাজ কুদ্দুসের কাছে।সে চিকিৎসা শুরু হওয়ার আগে ৩০০ টাকা দামের নন জুডিশিয়াল স্টাম্পে আমার স্বাক্ষর নেয়৷ দু’একদিন যাওয়ার পর এক পর্যায়ে সে আমাকে তার বসতঘরের একটি গোপন কক্ষে নিয়ে যায়, এরপর জোর করে ধর্ষন করে ভিডিও ধারণ করে রাখে। একপর্যায়ে সেই মুহূর্তে ভিডিও আমার ইমুতে দেয় এবং মোট অংকের টাকা দাবি করে। আমি বিভিন্ন স্থান থেকে তাকে টাকা এনে দিলেও সে আমার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার আমার সাথে শারীরিক সম্পর্ক করে। পরে আমার ভাইকে বিদেশ যাওয়ার কথা বলে তিন লক্ষ টাকা নেয় সে৷ আমি ওই টাকা ফেরত চাইলে ভিডিওর হুমকি দিয়ে আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার স্বামীর বাড়ির লোকদের কাছে ভিডিওর ছবি ছড়িয়ে দেয়। এবং এ বিষয়ে কোথাও আইনি ব্যবস্থা নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

 

ভিক্টিমের মা জোসনা বেগম বলেন, ভন্ড কবিরাজের ফাঁদে পড়ে আমার তিনটি পরিবার ভেঙে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে তার সর্বোচ্চ বিচার চাই।

 

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ইদ্দিস মিয়া জানান, বিষয়টি আমরা জেনেছি।দুই পক্ষকে নিয়ে সামাজিক শালিস বসার আহব্বান করেছি কিন্তু মেয়ের পক্ষ আসেনি৷

 

এদিকে ঘটনার বিষয় জানতে কবিরাজ কুদ্দুস মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

 

অন্যদিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন জানান, ভিক্টিমের মায়ের লিখিত এজাহার পেয়েছি৷ বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে,তদন্ত সাপেক্ষে ঐ কবিরাজের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

 

হালিম সৈকত, কুমিল্লা।

 

চুরি যাওয়া মোটর সাইকেল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ও চোর চক্রের দুই সদস্য তিতাস এলাকায় গ্রেফতার।

 

গত ২৩ অক্টোবর বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানা এলাকা হতে একটি কলো রংয়ের সুজুকি জিক্সার মোটর সাইকেল চুরি হয়।

 

উক্ত ঘটনাটির সংবাদ পেয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস অফিসার পিএসআই (নিঃ)/মঞ্জুর হোসেন, এএসআই(নিঃ)/রাজিব কুমার দাস ও সংগীয় ফোর্স সহ গুপ্তচর ও তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান এর এক পর্যায়ে আজ ২৪ অক্টোবর ভোর রাতে বাতাকান্দি বাজারস্থ হযরত আলী চায়ের দোকানের নিকট আসামী সাইফুল ইসলাম(২২), পিতা- মোঃ ইসমাইল, সাং- বাতাকান্দি, থানা- তিতাস, জেলা- কুমিল্লা এর দখল হইতে মোটর সাইকেলটি উদ্ধার পূর্বক জব্দ করেন ও জিজ্ঞাসাবাদে সুজুকি মোটর সাইকেলটি তার সহযোগী আসামীদের সহয়তায় চুরি করিয়া আনিয়াছেন বলিয়া স্বীকার করেন।

 

তাকে জিজ্ঞাসাবাদ করিয়া তার মোটরসাইকেল চুরি চক্রের আর এক সদস্য আসামী মোঃ কাইয়ুম (১৯),পিং-মোঃ কামাল,সাং- মজিদপুর,থানা- তিতাস, জেলা- কুমিল্লাকে একই পুলিশ টিম গ্রেফতার করে। বি-পাড়া থানা পুলিশ এর নিকট উদ্ধারকৃত মোটরসাইকেল ও আসামীদ্বয়কে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ

মোঃ খালেদ সাইফুল্লাহ।

সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু 

 

হালিম সৈকত, কুমিল্লা।

 

তিতাস উপজেলা ছাত্রদলের এক দীর্ঘদিনের সংগ্রামী নেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ঘনিষ্ঠ মহলে নিজের রাজনৈতিক ভাবনা ও অভিজ্ঞতা তুলে ধরে আলোচনায় এসেছেন আল আমিন হক বাবু।

দীর্ঘ ১৫ বছর ধরে (তার ভাষায়) স্বৈরাচারী সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া এই তরুণ নেতা রাজনৈতিক অঙ্গনে পরিচিত একজন সংগঠক হিসেবে সম্মান অর্জন করেছেন।

 

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতাস উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক।

বর্তমানে তিনি তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও তিতাস সদর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন মানবাধিকার সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, যা তাঁর জনসম্পৃক্ততা ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

 

নিজের রাজনৈতিক পথচলার বিষয়ে আল আমিন বাবু বলেন— 

“বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে আমি তিতাসে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। এমন সময়ও এসেছে,১ মাসের জন্য বাধ্য হয়ে দেশ ছেড়ে যেতে হয়েছিল। তবুও আমি আপোষ করিনি, আদর্শ থেকে সরে যাইনি।”

তিনি আরো বলেন—

আজ যদি আমার দীর্ঘ রাজনৈতিক অবদান কেউ অস্বীকার করে, তবে সেটা শুধু ব্যক্তিগত নয়, আদর্শের বিরুদ্ধেও অবস্থান। অতীতে যেমন অনেকে আড়ালে থেকে ক্ষতি করতে চেয়েছিল, আজও তেমন কিছু প্রবণতা দেখা যায়। কিন্তু আমি বিশ্বাস করি, তরুণরাই পারে তিতাসকে নতুন পথে নিতে।”

এই তরুণ নেতা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তিনি স্থানীয় সরকারের মূলধারার দায়িত্বে যুক্ত হতে চান, যাতে তিতাসের উন্নয়ন, জনসম্পৃক্ততা ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা করা যায়।

তাঁর ভাষায়—

আমি চাই তিতাস হোক তরুণদের নেতৃত্বে একটি বসবাসযোগ্য, মানসম্পন্ন ও গ্রহণযোগ্য উপজেলা। এখানে রাজনীতি হবে উন্নয়ন ও মানবতার ভিত্তিতে, প্রতিহিংসার নয়।”

 

তিতাসের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাঁর মতো উদীয়মান তরুণ প্রজন্মের সঙ্গে সংযুক্ত নেতৃত্ব আগামী দিনে উপজেলার রাজনীতিতে নতুন গতি ও দিক নির্দেশনা দিতে পারে। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।।

তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা

 

তিতাস প্রতিনিধি।

কুমিল্লার তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা।

এমনই অভিযোগ করেছেন সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে মোঃ লিটন বেপারী। সেই সাথে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, জমি দখল ও সুরক্ষা প্রাচীর ভাঙচুরের অভিযোগটি ডাহা মিথ্যা ও বানোয়াট।

এছাড়া দিয়ারা রেকর্ড হয়েছে রহিমুদ্দিনের ছেলে আলী মিয়ার নামে। ২০১২ সালে এসে আবার আরেক জনের নামে দিয়ারা রেকর্ড হয় কি করে? এর আগে চর কুমারিয়ার আব্দুল কাদিরের ছেলে শহিদ উল্লাহ জালিয়াতি করে ভূয়া খারিজ করেছিলো কিন্তু তার খারিজ টিকে নি।

সিএস ৪০ খতিয়ানে রহিমুদ্দুিন। আরএস খতিয়ানে গণি মিয়া, আলী মিয়া ও কানু মিয়ার নামে। ১৯৭৫ সালে আলী মিয়া বিক্রি করে জায়েদ ও শেখ ফরিদ এর কাছে সাড়ে দশ শতক। যাহা ২৯০ খতিয়ানে ৮৫৬ দাগে হাল দাগ ২২৪৫।

১৯৭৯ সালে সাড়ে দশ শতক জায়গা শেখ ফরিদ বিক্রি করেন জলিল মিয়া, অলি মিয়া, মনিরুল হক ও ধনু মিয়ার কাছে।

১৯৭৯ সালে জলিল মিয়ার নিকট জায়েদ মিয়া বিক্রি করেন ১.৫ শতক।

তাছাড়া জায়গাটি ১৯৭২ সাল থেকেেই আমাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বারকাউনিয়া পূর্বপাড়া বেপারী বাড়ী পারিবারিক কবরস্থান হিসেবে পরিচিত হয়ে আসছে।

আলী মিয়া ১৯৭৫ সালে বিক্রি করে নিঃস্ব হওয়ার পর তার মেয়ে ২০১৩ সালে কিভাবে সম্পত্তি বিক্রি করে? এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান অবস্থায় একাধিক দলিল ও একাধিক খারিজ হয় কি করে? এটা সম্পূর্ণ জালিয়াতি।

গত ১৩ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় তিতাস থানায় বিষয়টি নিয়ে বসলে উভয়পক্ষের কাগজপত্র দেখে আদালতে মামলা চলমান থাকায় রায় না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে অপেক্ষা করতে বলেন।

আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ায় মোঃ লিটন বেপারী বলেন, ২০১৩ সাল থেকে আমরা হামলা মামলার শিকার হয়েছি।

আর আমি ২০০১ সালে যুবদলের ওয়ার্ড সভাপতি ছিলাম। বর্তমানে আমি সাতানী ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার অপর ৩ ভাই প্রবাসি। তারা রাজনীতির করবে কখন? আমি অসত্য ও বানোয়াট তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযোগের বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন, বিজ্ঞ আদালতে যেহেতু দুই পক্ষের মামলাই বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় যার যার পক্ষে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার অনুরোধও করেন তিনি”।

তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু  তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ  কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ  দেবিদ্বার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ধানের জমিতে কারেন্ট পোকা দমনের উপায় গণপূর্ত প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ গণপূর্ত প্রকৌশলী লতিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়, একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন  রাজস্ব কর্মকর্তা দর্জি রুবেলের অবৈধ সম্পদের সাম্রাজ্য : প্রভাব, দুর্নীতি আর দায়মুক্তির গল্প কর পরিদর্শক রুবেল দর্জির নামে-বেনামে কোটি টাকার সম্পদ উন্মোচন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা তিতাসে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার  ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেবিদ্বারে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ  সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি আওয়ামী দোসর কায়সার কবির: দুর্নীতির বিষবৃক্ষ গেড়ে গড়েছেন কোটি টাকার সাম্রাজ্য ব্রাহ্মনপাড়ায় স্ত্রী স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান  ডিপিডিসিতে আওয়ামী দোসর প্রকৌশলী আব্দুর রাজ্জাক | পর্ব -০১  গুলশান ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা অভিজিৎ কুমারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওএসডি থেকে চেয়ারম্যান: সলিম উল্লাহর সীমাহীন লুটপাট | পর্ব-০১ দেবিদ্বারে বিশিষ্ট আলেম মাওলানা মুনতাসির মোল্লার জানাজা সম্পন্ন ভাবনার পরনে নীলই যখন উষ্ণতম রং দেবিদ্বারে পৌর যুবলীগ নেতা কাজী সুমনের গ্রেফতারে চালকদের মিষ্টি বিতরণ বুড়িচংয়ে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ শিক্ষার্থী পাবে টাইফয়েড টিকা