খুঁজুন
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র, ১৪৩২

চুলকানির মলম ও চুলকানির চিকিৎসা ২০২৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৪ অপরাহ্ণ
চুলকানির মলম ও চুলকানির চিকিৎসা ২০২৪

যেভাবে শরীরের বিভিন্ন চুলকানি দুর করবেন

চুলকানির মলম দিয়ে সাধারনতো যেকোনো চুলকানিই দুর করা সম্ভব। চুলকানি ঔষুধ রোগ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য বহুল প্রচারিত মলমের নাম হিসেবে পাগলা মলম, জোল স্কিন মলম, ফাংগিসন, পেভিসন, সালোবেট, ফানজিডাল, লরিক্স ইত্যাদি। চুলকানি, খোসপাঁচড়া, দাউদ, বিখাউস, পুরাতন চুলকানি, রানের চিপায় চুলকানি দুর করার মলমের নামের মধ্যে উল্লেখযোগ্য চুলকানি মলমের নাম, চিকিৎসা, দ্রত প্রতিকার, রোগ প্রতিরোধ ইত্যাদি। চুলকানির মলম ও চুলকানির চিকিৎসা ২০২৪

দাউদের চুলকানি দূর করার উপায়

এদের মধ্যে আপনি দাউদের চিকিৎসায় যে গুলো একটি ক্রিম ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যাবহার করতে পারেন।

Image by Alexander Grey from Pixabay

খোসপাঁচড়ার চিকিৎসা ও প্রতিকার

চুলকানির রোগগুলোর মধ্যে স্ক্যাবিস বা যার বাংলা হলো খোসপাঁচড়া যা একটি বিরক্তিকর ও বিব্রতকর সমস্যা। সহজ বাংলায় একে বলা হয় খুজলি বা খোসপাঁচড়া। তবে এটিকে বৈজ্ঞানিকভাবে স্ক্যাবিস বলা হয়ে থাকে।

সাধারনতো খোসপাঁচড়ায় লাল গোটা চুলকানি থাকে এবং এটি একটি ছোঁয়াচে রোগ যা একজন থেকে আরেকজনের সংস্পর্শের মাধ্যমেই ছড়ায়।

নিমপাতা গরম পানি করে মিশিয়ে গোসল করতে হবে। এবং পরিস্কারভাবে রুমের সব কাপড়চোপড় স্যাভলন দিয়ে ধুতে হবে। রুমের সব বিছানা চাদর ধুয়ে দিতে হবে।

এছাড়া পরিবারের সকল সদস্যদের জামাকাপড় এবং বিছানার চাদর,তোয়ালে আলাদা থাকা উচিত। এই রোগে ছোয়াচে হওয়ায় একজনের গামছা-তোয়ালে ও বালিশ অন্যজনের ব্যবহার করা উচিত নয়। জামাকাপড় ও নিয়মিত ব্যবহার্য জিনিস নিয়মিত সাবানের সাথে হালকা ডেটল পানি দিয়ে ধুয়ে কড়া রোদে অন্তত কয়েক ঘণ্টা কড়া করে শুকাতে হবে।

চিকিৎসা হিসেবে স্কাবিস বা খোসপাঁচড়ার চিকিৎসা দ্রুত করতে হবে। এবং সঠিকভাবে চুলকানির মলম ব্যবহার করতে পারেন হবে।

নিম্নে খোসপাঁচড়া, একজিমা এবং সোরিয়াসিস এর জন্য প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হলো।

ঔষুধ নাম: ডার্মারিশ ওইনমেন্ট, ইউনানী ঔষধটি ইবনে সিনা কোম্পানির।

ডার্মারিশ একটি মলম জাতীয় ঔষধ যা খোস-পাঁচড়া, একজিমা, সোরিয়াসিস রোগে গুরুত্বপূর্ন কার্যকর।

একজিমা দুর করার উপায়

সবসময় পরিস্কার রাখতে হবে, গরমে সুতি কাপড় পড়তে হবে। নিয়মিত হাত পায়ের নোখ কাটতে হবে। একজিমা হাত, পা, বগলে, নাভির পাশে হয়ে থাতে। বিশেষ করে ত্বকে।

এর প্রতিকার হিসেবে উপরিল্লিখিত কাজ গুলো করবেন।

একজিমার ট্যাবলেট, মলম বা ইনজেকশন হিসেবে যেটাই দেন, ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষুধ সেবন করবেন।

চিকিৎসা:  কর্টিকোস্টেরয়েড ক্রিম বা মলম নামে আছে, যা একজিমা রোধে কার্যকর। ত্বক ময়শ্চারাইজ করার পর আক্রান্ত স্থানে এই ক্রিম লাগাতে হবে। এই ক্রিমটি অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাবে। তাই ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষুধ সেবন করবেন।

আরো পড়ুন: আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করবেন যেভাবে আর ভালো থাকবে মন বিস্তারিত

ত্যাগ: চুলকানির মলম, চুলকানির চিকিৎসা ২০২৪, চুলকানির উপসর্গ, দাউদের মলম, দাউদের চিকিৎসা, চুলকানির টেবলেট, চুলকানির ওয়েনমেন্ট, পুরাতন চুলকানি দুর করার উপায়, পুরাতন চুলকানির ঔষধ কি, চুলকানি দুর করবো কিভাবে, খোসপাঁচড়া দুর করার উপায়, খোসপাঁচড়ার মলম, একজিমার মলম, একজিমার টেবলেট

টাকার বিনিময়ে করেন নোটিশ গায়েব

রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

রাজউক জোন-৫/২ এর এরিয়ার মধ্যে রয়েছে তেজগাঁও রেললাইন শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী- শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক- কাকরাইল মোড়- কাকরাইল রোড- মাওলানা ভাসানী সড়ক- কদম ফোয়ারা- শিক্ষা ভবনের পশ্চিম সীমানা- শিক্ষা চত্বর- হাইকোর্ট স্ট্রিট- দোয়েল চত্বর কাজী নজরুল ইসলাম এভিনিউ-টিএসসি মোড়- নীলক্ষেত সড়ক- নীলক্ষেত বুক মার্কেট দক্ষিন সীমানা- নিউ মার্কেট পিলখানা রোড- গনকটুলি রোড- হাজারীবাগ বাসস্টপ-ঝাউচর বাজার- কেরাণীগঞ্জ উপজেলা সীমানা- বুড়িগঙ্গা নদী আটি বাজার মোড়- আটি বাজার কলাতিয়া রোড- চন্ডিপুর- ধলেশ্বরী নদী-রাজউক সীমানা- সাব-জোন ৫/১ এর দক্ষিন সীমানা- তেজগাঁও ফার্মগেট রেলগেট- তেজগাঁও রেললাইন।

 

এই বৃহৎ এরিয়ায় অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস দায়িত্ব পালন করছেন। এই ইলিয়াস হোসেনের সহযোগী হিসেবে রয়েছেন একাধিক ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তা। এই কর্মকর্তা কাজের ফাঁকফোকর কাজে লাগিয়ে নোটিশ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন কোটি টাকা। রাজউকের কোন ইমারত পরিদর্শকের ব্যক্তিগত সহকারী না থাকলেও এই ইলিয়াস তার ছোট ভাইকে ইমারত পরিদর্শক মনিরুজ্জামানের ব্যক্তিগত সহকারী হিসেবে রেখেছেন।

 

রাজধানীর ফার্মগেট তেজতুরি বাজার এলাকায় দুইটি অবৈধ ভবনের বিষয়ে গত মে মাসে দুইটি অভিযোগ জমা হলেও ব্যবস্থা নেয়নি এই অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস। পরবর্তীতে দৈনিক সবুজ বাংলাদেশের হাতে এই তথ্য আসলে মোঃ ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেদক কথা বলতে গেলে তিনি এমন ভাব করেন যে এই এড়িয়া তার দেখার কথা তা তিনি জানেনই না। জোন-৫ এর পরিচালক মোঃ হামিদুল ইসলাম এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি অথরাইজড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

 

আগষ্টের শুরুতে পরিচালক ও অথরাইজড অফিসারকে প্রশ্ন করা হয় মে মাসের অভিযোগের পরে আ অবৈধভাবে নির্মাণাধীন ভবনের বিষয়ে কেন ব্যবস্থা নেয়া হচ্ছেনা? এমন প্রশ্নের উত্তর আসে ব্যবস্থা নেয়া হচ্ছে। এর মধ্যে তথ্য আসে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের সাথে এই দুই ভবন থেকে লেনদেন হয়েছে। এই তথ্য নিয়ে জোন-৫ এর পরিচালকের সাথে কথা বললে তড়িঘড়ি করে ০৮ আগষ্ট এই দুই ভবনের বিদ্যুৎ বিচ্ছন্নের জন্য ডিপিডিসি তে চিঠি প্রেরণ করে রাজউক।

 

গত ১২ আগষ্ট এই ভবনের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে রাজউক জোন-৫ এ গেলে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস বলেন বিদ্যুৎ বিচ্ছিন্নের জন্য ডিপিডিসি তে চিঠি দেয়া হয়েছে তাদের সাথে কথা বলতে পারেন।

 

শুধু এই দুটি ভবনই নয় অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। পূর্ব রাজাবাজার এলাকায় হোল্ডিং নং ১৩১/১ এই বাড়িতে এক সপ্তাহের সময় বেধে দিয়ে নোটিশ করেছিল ০৮ জানুয়ারি ২০২৫ তারিখে কিন্তু ০৮ মাস পেরিয়ে গেলেও সাত দিন শেষ হয়নি অথরাইজড অফিসার মোঃ ইলিয়াসের, নেয়নি কোন ব্যবস্থা। জানাগেছে মোটা অংকের লেনদেন হওয়ার কারনে নোটিশটি ফাইল চাপা পড়েছে।

 

ধানমন্ডির কলাবাগানে এক বাড়িতে ০৬ জানুয়ারি ২০২৫ তারিখে এক সপ্তাহের সময় বেধে দিয়ে নোটিশ করেছিলেন অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস। জানাগেছে ১২ লাক্ষ টাকার বিনিময়ে সেই নোটিশটিই গায়েব করে দিয়েছেন এই কর্মকর্তা যার কিছু তথ্য-উপাত্ত রয়েছে প্রতিবেদকের হাতে।

 

নকশার বাহিরে ২০ ফিট থাকায় নিউ এ্যালিফ্যান্ট রোডের ল্যাবরেটরী রোডে হোল্ডিং নং ১১০,১১১,১১২ এবং একই দিনে হোল্ডিং নং ৮২ যা আবাসিক ভবনের অনুমতি থাকলেও বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহারের কারনে ২০ অক্টোবর ২০২৪ তারিখে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে ভবনের মিটার সংযোগ বিচ্ছিন্ন ও ভবন আংশিক উচ্ছেদ করে সকল প্রকার নির্মাণ কাজ ও ভবন ব্যবহার বন্ধের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু তথ্যসূত্রে জানাগেছে দুই ভবন থেকে মোঃ ইলয়াসের সাথে ৩৫ লক্ষ টাকার বিনিময়ে সকল নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ ও ভবন ব্যবহার চালিয়ে যাচ্ছেন ভবন মালিকেরা।

 

এছাড়াও হাতিরপুলের একাধিক ত্রুটিপুর্ন ভবন থেকে টাকা আদায়ের তথ্য রয়েছে প্রতিবেদকের হাতে।

 

অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর সাথে এই সকল বিষয় নিয়ে কথা বললে তিনি কাজের ব্যস্ততা দেখান এবং বলেন আপনারা শুধু আমাদের দোষ দেখেন কিন্তু আমাদের ইমারত পরিদর্শকরা কিভাবে সাইট ভিজিটে যায়, কত কষ্ট করে তা দেখেন না। আমাদের ইমারত পরিদর্শকদের জন্য কোন যাতায়াত ব্যবস্থা নেই, তাদের কাজের সুবিধার্তে একটা বাইক পর্যন্ত দেয় হয়না তা নিয়ে তো আপনাদের কোনদিন লিখতে দেখলাম না।

 

জোন-৫ এর পরিচালকের সাথে অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর এই সকল অপকর্ম নিয়ে কথা বললে তিনি বলেন আপনাদের কাছে সু-নির্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই বিষয়গুলো সামনে নিয়ে আসুন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

 

 

নিজস্ব প্রতিনিধি:

ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের মতে, সংবাদে কোনো অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন।

 

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

সমাবেশে উপস্থিত ছিলেন নুরুল হোসেন কাইয়ুম- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাজু আহমেদ- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিপ্লব সিকদার সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন।সংবাদিক নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাজী টিটু ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

 

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

 

উল্লেখ্য, প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস test website maintenance MD ZAKIRUL ISLAM জাকিরুল ইসলাম দাউদকান্দির মোহাম্মদপুরে চোরের দৌরাত্ম্যঃ জনজীবন অতিষ্ঠ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ দুর্যোগ ব্রীজ প্রকল্পর এপিডি মহিদুল ফারুকের শত কোটি টাকা লুটপাট  আওয়ামী দোসর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা– পর্ব ১ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দাউদকান্দিতে ১৯ গরু ও ট্রাক ছিনতাই লন্ডনে তারেক রহমান ও ড. মোশাররফের ফলপ্রসূ ও স্মরণীয় বৈঠক আওয়ামী দোসর: বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড় চিত্রনায়িকার চরিত্রে নতুন সিনেমায় রুনা খান মুরাদনগরে কিশোরী’কে অপহরন,৭ দিনেও হয়নি উদ্ধার   শুভ জন্মদিন ববি ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হরিলুট | পর্ব- ০১  তরিকুল ইসলামের রাজস্ব লুটপাট: নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় ঢাকা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়ালিউল হাসানের হরিলুট | পর্ব – ০১ সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়মের অভিযোগ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ছাত্রলীগের অর্থদাতা সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী এখনও বহাল তবিয়তে আসছে ইয়াশ-নীহার নাটক ‘উইশ কার্ড’ গান আমার প্রাণ আর আমি গানেরই মানুষ হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ সহকারী রাজস্ব কর্মকর্তা এম হাসান মেহেদীর ঘুষ বাণিজ্য: শুভ জন্মদিন ভাবনা