12:20 am, Saturday, 19 October 2024

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত

 

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার সময় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাঁওথার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় কালামৃধা ইউনিয়নের সাঁওথার এলাকায় হাসিবুল মাতুব্বর একজন মাদক ব্যবসায়ী। সে মাদক ব্যবসা করার উদ্দেশ্যে গভীর রাতে ভিক্টমের বাড়ির পাশে আড্ডা দেয়, ভিকটিমের পরিবার আড্ডা দিতে নিষেধ করায় প্রতিপক্ষের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরে আজ সকাল সাড়ে সাতটার সময় প্রতিপক্ষ হাসিবুল মাতুব্বর, লাইলী বেগম ও আয়েশা বেগমের চাইনিজ কুড়াল, চাপাতি ও বটির আঘাতে ফজলু তালুকদার, লোকমান তালুকদার ও জোহরা বেগম গুরুতর রক্ত জমাট জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বজলু তালুকদার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বজলু তালুকদার বলেন, আমাদের সঙ্গে হাসিবুল মাতুব্বরের বিরোধ চলছে। কারণ সে মাদক ব্যবসা করে, রাতের বেলা আমাদের বাড়ির পাশে আড্ডা দেয় নিষেধ করলে হুমকি দেয়। পরে আজ সকালে আমার ভাই তালুকদার আমার বাবা লোকমান তালুকদার ও আমার মাতা জোহরা বেগমকে চাইনিজ কুড়াল, চাপাতি ও বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ভাই মা ও বাবাকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে সেখানেও হাসিবুল এসে হুমকি ধামকি দেয়। আমি বাদী হয়ে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে হাসিবুল মাতুব্বরের ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

দাউদকান্দিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত

Update Time : 02:49:33 pm, Saturday, 16 December 2023

 

স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার সময় ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাঁওথার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় কালামৃধা ইউনিয়নের সাঁওথার এলাকায় হাসিবুল মাতুব্বর একজন মাদক ব্যবসায়ী। সে মাদক ব্যবসা করার উদ্দেশ্যে গভীর রাতে ভিক্টমের বাড়ির পাশে আড্ডা দেয়, ভিকটিমের পরিবার আড্ডা দিতে নিষেধ করায় প্রতিপক্ষের সাথে বিরোধের সৃষ্টি হয়। পরে আজ সকাল সাড়ে সাতটার সময় প্রতিপক্ষ হাসিবুল মাতুব্বর, লাইলী বেগম ও আয়েশা বেগমের চাইনিজ কুড়াল, চাপাতি ও বটির আঘাতে ফজলু তালুকদার, লোকমান তালুকদার ও জোহরা বেগম গুরুতর রক্ত জমাট জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বজলু তালুকদার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বজলু তালুকদার বলেন, আমাদের সঙ্গে হাসিবুল মাতুব্বরের বিরোধ চলছে। কারণ সে মাদক ব্যবসা করে, রাতের বেলা আমাদের বাড়ির পাশে আড্ডা দেয় নিষেধ করলে হুমকি দেয়। পরে আজ সকালে আমার ভাই তালুকদার আমার বাবা লোকমান তালুকদার ও আমার মাতা জোহরা বেগমকে চাইনিজ কুড়াল, চাপাতি ও বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ভাই মা ও বাবাকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে সেখানেও হাসিবুল এসে হুমকি ধামকি দেয়। আমি বাদী হয়ে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে হাসিবুল মাতুব্বরের ফোনে একাধিকবার ফোন করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।