খুঁজুন
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন, ১৪৩১

শ্রীমঙ্গলে কৃষকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে কৃষকদলের মহাসমাবেশ অনুষ্ঠিত

 

ইসমাইল মাহমুদ :

জাতীয়তাবাদী কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে রেলওয়ে স্টেশন চত্ত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুস্তাকিম আলীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ সালাউদ্দিন ও কৃষকদল নেতা আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল, কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. শামিম আহমদ, সদস্য সচিব মোনাহিম কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করীম ইমানী, শ্রীমঙ্গল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরিদ, ছাত্রদল শ্রীমঙ্গল কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, রাজনগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল আতিক, কুলাউড়া উপজেলা কৃষক দলের সভাপতি সোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মবশ্বির আলী, সদস্য সচিব আব্দুল আহাদ, মৌলভীবাজার সদর উপজেলা কৃষক দলের সভাপতি কাওসার আহমেদ, জেলা জিয়া মঞ্চের সভাপতি ইলিয়াস করিম শাহিন, শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ তাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা মোক্তাদির প্রমুখ নেতৃবৃন্দ।

নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ 

 

 

আশিকুর রহমান :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে নরসিংদী শিশু একাডেমি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ এর উপ মহাপরিচালক মোঃ আশরাফুল আলম (বিএএমএস)।

বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক গাজীপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান, জেলা মৎস কর্মকর্তা ফয়সাল আযম, এনএসআই নরসিংদীর যুগ্ম পরিচালক মোঃ শাহ আলম,

আনসার, ভিডিপি নরসিংদী এ্যাডজুটেন্ট মোঃ আমির হামজা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি আশরাফুল আলম (বিএএমএস) তার বক্তব্যে বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬২ লক্ষ। সর্ববৃহৎ একটি বাহিনী। আমাদের সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আনসার ভিডিপি ক্লাবকে পূণরায় পুণর্জীবিত করছি।

গ্রাম প্রশিক্ষণের মূল মন্ত্র নিজেকে প্রশিক্ষিত করা। আনসার ও ভিডিপি ক্লাবের মাধ্যমে উদ্দোক্তা হলে নিজে ও পরিবারকে স্বাবলম্বী করা যাবে। আর্থ সামাজিক উন্নয়নে নরসিংদী জেলা চমৎকার একটি জেলা। পরে ৬ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা,

৩শ দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের মাঝে উল্লেখযোগ্য ও সমাজ উন্নয়নে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ১৩টি বাইসাইকেল, ২৭টি ছাতা সহ বিভিন্ন ধরনের ৪২টি উপহার সামগ্রী বিতরণ করা হয়।

তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান

 

হালিম সৈকত,কুমিল্লা।

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক একতা ঐক্য সংস্থা”র পক্ষ থেকে দক্ষিণ আকালিয়ায় আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আগুনে পুড়ে নিঃস্ব হেলেন মিয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিতাসের এই মানবিক সংগঠনটি।

 

মানবিক একতা ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, রেমিট্যান্সযোদ্ধা ভাটিপাড়ার কৃতি সন্তান সোহেল প্রধানের নেতৃত্বে এমসয় উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ সাইদুর রহমান, সংগঠনের অন্যতম উপদেষ্টা সুমন সরকারসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক আবু সাইদ আসিফসহ কয়েকজন ছাত্রনেতা।

 

ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার ফ্যামিলির জন্য যারা আর্থিক অনুদান প্রদান করতে সহযোগিতা করেছেন তারা হলেন, সুমন বিডি, গাজী আরিফ, জামান প্রধান, , রানা ভূইয়া, সম্রাট এবং নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েত প্রবাসী এক ভাই।

এছাড়া সংগঠনটি এর আগেও ভাটিপাড়ায় একটি অসহায় পরিবারকে সুপেয় পানির পানের জন্য একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, কৈয়ারপাড় থেকে ভাটিপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার, গর্ভবতী একজন মহিলার চিকিৎসা সহায়তা, একটি পরিবারকে টয়লেট নির্মাণে অর্থ সহায়তা, পাঁয়ে পঁচন ধরা একজনকে চিকিৎসা,

 

গুরুতর অসুস্থ একটি শিশুকে অর্থ প্রদান, ওয়াজ মাহফিলসহ নানা সামাজিক কাজে সহযোগিতাসহ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সংগঠনটি। আর এসব কাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল প্রধান।

দেবিদ্বার বড়শালঘর ইউনিয়নের সচিব নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
দেবিদ্বার বড়শালঘর ইউনিয়নের সচিব নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ 

 

কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নং বড়শালঘর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় এক ইউপি সদস্য কুমিল্লা জেলা প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।

 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, নেপাল চন্দ্র পাল দীর্ঘদিন যাবৎ আইন ও বিধি বহিঃর্ভূত ভাবে কর্মরত আছে৷ দীর্ঘ ৭ বছর একই জায়গায় কর্মরত থাকার কারণে স্থানীয় দালালদের সাথে নিয়ে একটি চক্র গড়ে উঠেছে৷ চক্রের সদস্যদের নিয়ে জনগনের নিকট হতে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ এবং ওয়ারিশ সনদ সহ বিভিন্ন নাগরিক সেবা নিতে ৩০০/- টাকা হতে ১,০০০/- টাকা পর্যন্ত প্রকাশ্যে ঘুষ নেয়।

কোন নাগরিক সচিবের ধার্য্য কৃত অতিরিক্ত টাকা (ঘুষ) না দিলে ইউনিয়ন পরিষদের সেবা হতে বঞ্চিত হতে হয়,সেই সাথে দীর্ঘদিনের ভোগান্তি তো আছেই৷

 

নাম প্রকাশ্যে অনুচ্ছুক একাধিক ব্যাক্তিরা প্রতিবেদক কে জানান, দীর্ঘ সাত বছর একই কর্মস্থলে অবস্থান করার কারনে স্থানীয় দালালদের মাধ্যমে পুরো ইউনিয়ন জুড়ে প্রভাব বিস্তার করে বিভিন্ন নাগরিক সনদ থেকে লোক বুঝে দালালদের মাধ্যমে অর্থ নিয়ে থাকে সে।

সদর উপজেলা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ার কারনে প্রশাসনিক উর্ধতন কর্মকর্তারা তেমন নজরে নেন। মহাসড়ক থেকে অনেকটা দূরে ইউনিয়ন পরিষদ হওয়ায় কার্যক্রম কারো চোখে পড়ে না৷ আমরা ইউনিয়ন বাসী চাই দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হউক।

অভিযোগ কারী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন,সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান তাকে একাধিক বার জনগনের সম্মুখে বিচার-সালিশ করার পরও সে তার অবৈধ কার্যক্রম বন্ধ করেনি।

তার কার্যক্রমে ক্ষিপ্ত জনগন৷ নাগরিকগণ তার প্রতি ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। এমতাবস্থায় এলাকার ক্ষুব্ধ জনগন যেকোনো সময় তার আচরনে অসন্তুষ্ট হয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংঙ্খা রয়েছে।

অত্র এলাকার নাগরিক হইতে তার কর্মকালীন সময়ে আনুমানিক দুই থেকে তিন কোটি টাকার স্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা নেপাল পাল বলেন, পাবলিক ফাংশানে কাজ করলে কিছু বদনাম হবে এটাই স্বাভাবিক! “নিউজ টিউজ লাগত না এই ধরেন(টাকা) এ সময় মোটা অংকের অর্থের বিনিময়ে সাংবাদিকদের ম্যানেজ করার ব্যার্থ চেষ্ঠা করেন।

 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য দেওয়া হবে৷ সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ  তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান দেবিদ্বার বড়শালঘর ইউনিয়নের সচিব নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  স্কুলের জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন নরসিংদীতে বিবস্ত্র অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ঘরে মায়ের রক্তাক্ত লাশ, পুলিশের দাবি একমাত্র ছেলেই খুনি  আমাদের উপর জুলুম করা হয়েছে- ডা. শফিকুর রহমান  তিতাস সাব রেজিস্ট্রার অফিসে ছেলের প্রতারণার ফাঁদে পিতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ  নরসিংদীতে ডেভিল হান্ট ও পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ৪৬ সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা কী কী উপকার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ঔষধ ও এমএসআর সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ত্রি-রত্নের জালিয়াতি প্রকাশ নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স নরসিংদীতে এবার স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মঈন খান আদিয়াবাদ ইসলামিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ ডিবিতে শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদ যা জানা গেল আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর, ছাত্রলীগের ১০ নেতা রিমান্ডে নরসিংদীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৬ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের পরিত্যক্ত অবস্থায় মিললো ৯৬ কেজি গাঁজা  মামলায় আপস না হওয়ায় কি রায়পুরায় জোড়া খুন? নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার  তিথি হত্যা রহস্য উদঘাটন করলো পিবিআই  তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু নিসচা দাউদকান্দির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-২ চট্টগ্রামে ডিবির অভিযানে বিপুল পরিমাণ গুলি উদ্ধার, আটক-১
Open chat
Hello
Can we help you?