স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেরামতের নামে ৭৮ লাখ টাকার বিল পরিশোধের অভিযোগ

অনুসন্ধানী প্রতিবেদন :
ঢাকার শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থের অনিয়মিত বিল পরিশোধের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার এবং ১০০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের বিভিন্ন মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া ৭৮ লাখ টাকা কাজ সম্পন্ন না করেই ঠিকাদারকে বিল পরিশোধ করেন তিনি।
গণপূর্ত বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, অর্থবছরের শেষ দিকে অনুমোদন পাওয়া এসব কাজ বাস্তবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়নি। তবুও বরাদ্দকৃত অর্থ যাতে কোষাগারে ফেরত না যায়, সেজন্য কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে ২৬ জুনের মধ্যে বিল মিটিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এভাবে ঠিকাদারদের বিশেষ সুবিধা দিতেই প্রকৌশলী জহুরুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক স্মারকে দেখা যায়, বরাদ্দকৃত অর্থ দিয়ে টিবি হাসপাতালের বিভিন্ন ফ্লোর, টয়লেট, কিচেন, জানালা-দরজা সংস্কার ও টাইলস স্থাপনসহ নানা কাজে টাকা বরাদ্দ ছিল। একইভাবে মোহাম্মদপুর MFSTC হাসপাতালেও করিডোর আধুনিকায়ন, ড্রেন নির্মাণ, টাইলস পরিবর্তন, ফিটিংস সংস্কার ইত্যাদির জন্য বাজেট নির্ধারণ করা হয়।
পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী, কাজ সম্পাদন না করে সম্পূর্ণ বিল পরিশোধ করা সরকারি বিধির পরিপন্থী। এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার উভয়ের বিরুদ্ধেই বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা, চাকরি থেকে বরখাস্ত, আর্থিক জরিমানা বা রাজস্ব ক্ষতিপূরণের মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে।
এছাড়া অভিযোগ রয়েছে, এই প্রকল্পে দরপত্র আহবান করা হলেও প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ ছিল না। নির্বাহী প্রকৌশলী নাকি তাঁর ঘনিষ্ঠ ঠিকাদারদেরকেই ‘রেসপন্সিভ’ করে কাজের সুযোগ দেন। ফলে সাধারণ ঠিকাদাররা বাদ পড়ে যায়, আর গড়ে ওঠে একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেট।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। দৈনিক আজকের সংবাদ–কে তিনি বলেন, “সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কাজ সম্পন্ন হওয়ার পর প্রত্যয়নপত্র পাওয়ার ভিত্তিতেই বিল দেওয়া হয়েছে। চাইলে সংশ্লিষ্ট প্রত্যয়নকারী প্রতিষ্ঠানের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।