তিতাসে জাকের পার্টির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অতিরিক্ত মহাসচিব অধ্যক্ষ এটিএম ওবায়দুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সহ-সভাপতি এস এম কাবিল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় ওলামা ফ্রন্টের কোষাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ মোহাম্মদ আলী জিন্নাহ, কুমিল্লা উত্তর জেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মোঃ আবু হানিফ ও দাউদকান্দি উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ডিলার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি সিরাজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাকের পার্টির প্রচার সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ডোনার সদস্য আঃ লতিফ স্বপন সওদাগর, কেন্দ্রীয় সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী সুরাইয়া ওবায়েদ,জেলার সহ সভাপতি শামীমা আক্তার, তিতাস উপজেলার সহ সভাপতি সেলিনা আক্তার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রী ফ্রন্টার সাধারণ সম্পাদক মর্জিনা আক্তার সীমু, বলরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল হোসেন, নারান্দিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়া, সাতানী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আঃ সালাম, মোঃ খলিল মিয়া ও মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্নাঢ্য র্যালি হোমনা-গৌরীপুর রোডের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
সবশেষে সকলের মাঝে তাবারক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।