খুঁজুন
মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক, ১৪৩২

গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক হারুনর রশিদ সরকারকে রাজকীয় ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (৩ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবহে ভরে ওঠে গোটা পরিবেশ।

 

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে অতিথি ও বিদায়ী শিক্ষককে বরণ করে নেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষক মো. আশিকুর রহমান সরকার ও কামরুল হাসানের সঞ্চালনায় শুরু হয় মূল সংবর্ধনা পর্ব।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু মুসা সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ বাসার, আমিরুল ইসলাম, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আয়েশা আক্তার।

 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মফিজুল ইসলাম, রাহেলা বেগম মজুমদার, মহসিন সরকার, জহিরুল ইসলাম মাস্টার, ফেরদৌসী বেগম, ইকরামুজ্জামান, নজরুল ইসলাম, মাহাবুবা আক্তার, মিজানুর রহমান এল.টি., ফখরুল ইসলাম ভূঁইয়া, আবদুস সালামসহ আরও অনেকে।

 

গ্রামবাসীর পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া, সুলতান আলাউদ্দিন, আব্দুর রহিমসহ অসংখ্য মানুষ অংশ নেন। তরুণ প্রজন্মের রাজিব, জাহিদ, ইসমাইল হোসেন, সাগর, আল আমিন মানিকসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

 

বিদায়ী বক্তব্যে আবেগভরা কণ্ঠে হারুনর রশিদ বলেন,

 

 

“এই বিদ্যালয়ে আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কেটেছে। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও এলাকাবাসীর সম্মান—এগুলোই আমার জীবনের বড় প্রাপ্তি। আজকের এই সম্মাননা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার।”

 

 

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান। ফুলে সাজানো গাড়িতে যখন তিনি বিদ্যালয় ত্যাগ করেন, তখন অনেকের চোখেই অশ্রু ঝরতে দেখা যায়।

 

দীর্ঘ ছয় বছর ধরে গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুনর রশিদ। তাঁর নিষ্ঠা, নেতৃত্ব ও আন্তরিকতায় বিদ্যালয় অর্জন করেছে বহু সাফল্য।

 

এলাকাবাসীর এই রাজকীয় বিদায় যেন বলে দেয়—

একজন সত্যিকারের শিক্ষক শুধু পাঠ দেন না, তিনি ছুঁয়ে যান হৃদয়; রেখে যান ভালোবাসার চিহ্ন প্রজন্মের পর প্রজন্মে।

সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণ
সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার

 

হালিম সৈকত,কুমিল্লা।।

কুমিল্লা তিতাস উপজেলার জাতীয় পার্টির মনোনীত মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ফারুক মিয়াকে(৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামী ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

 

বিনোদন ডেস্ক:

 

যদি প্রশ্ন করা হয় তবে বেশিরভাগই উত্তর দেবেন, একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করা সহজ নয়। এর বড় কারণ হলো তারা পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে পারে না, এমনকী তারা কাজের প্রতি অনেক বেশি নিবেদিত থাকে। সবার ছুটি থাকলেও তাদের ছুটি মেলে কম। যে কারণে প্রিয়জন এবং পরিজনদের সময়ও দিতে পারে না। জেনেশুনে এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানোর সাহস ক’জনেরই বা থাকে!

 

এটি ঠিক যে একজন সাংবাদিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ানো সহজ কথা নয়। তবে এটিও ঠিক যে, এটি ততটাও অলাভজনক নয়, যতটা মানুষেরা মনে করেন। সাংবাদিকের সঙ্গে জীবন জড়ালে আপনি অনেক ক্ষেত্রে লাভবান হবেন, অনেক বেশি অভিজ্ঞতায়ও সমৃদ্ধ হবেন। জেনে নিন একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার ইতিবাচক দিকগুলো-

 

অনেকে মনে করেন, সাংবাদিকেরা নিস্তেজ, অসামাজিক এবং আত্মপ্রেমেই মগ্ন থাকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তারা শহরের সবচেয়ে আনন্দদায়ক পার্টিতে, সিনেমার প্রিমিয়ারে যেতে পারে; সেরা রেস্তোরাঁয় খাবার খেতে পারে। এমন মানুষের সঙ্গী হতে কে না চাইবে!

 

একজন সাংবাদিককে অবশ্যই সৃজনশীল হতে হয়। জ্ঞানপূর্ণ এবং আকর্ষক গল্পগুলো তারা পাঠকের সামনে উপস্থাপন করে যা কিনা নিউজরুমের সীমার বাইরেও প্রসারিত হয়। একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করার অন্যতম সুবিধা হলো সে আপনাকে সবচেয়ে স্নিগ্ধ উপায়ে মুগ্ধ করতে পারবে। এমনকী তার দেওয়া কষ্ট কিংবা অবহেলাও হবে একইরকম সৃজনশীল!

 

সাংবাদিকরা বোকা এবং স্মার্টনেসের একটি নিখুঁত মিশ্রণ। বিশ্বের চারপাশে যা ঘটছে তার খোঁজ তারা স্বাভাবিকভাবেই রাখে। তাদের সঙ্গে কথোপকথন আকর্ষণীয়। কথা চালিয়ে গেলে তা আপনাকেও জ্ঞান বাড়াতে সাহায্য করবে, তাদের সঙ্গে কথা অবিরাম কথা বললেও আপনি বিরক্ত হবেন না। কারণ তারা যেকোনো বিষয়ে আলোচনা চালিয়ে যেতে পারে।

 

তাদের কাজের প্রতি অনুরাগই তাদের চালিত করে, অর্থ নয়। যদি এটি অর্থ তৈরির বিষয়ে হতো, তবে তারা এই পেশায় থাকতো না। তারা তাদের পরিশ্রমের হিসাবে ততটা উপার্জন নাও করতে পারে, তবে তারা সময়কে বিনামূল্যে উপভোগ করতে পারে।

 

বিশ্বাস হলো অন্যতম বৈশিষ্ট্য যা সাংবাদিকদের মধ্যে রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডের বাইরে রাখা থেকে শুরু করে তারা অনেক কিছুই নিরাপদ ও গোপন রাখতে জানে। নিশ্চিন্ত থাকুন, আপনি যদি একজন সাংবাদিকের সঙ্গে প্রেম করেন তবে আপনার বিশ্বাস ভঙ্গ হবে না এবং আপনার গোপনীয়তা সব সময় নিরাপদ থাকবে।

 

অগণিত উত্স, সময়সীমা এবং ভীষণ চাপের পরিবেশে কাজ করা তাদের অন্যতম দক্ষতা। সাংবাদিকরা মাল্টিটাস্কিংয়ে বিশেষজ্ঞ। তারা তাদের কাজ এবং তাদের সম্পর্কের মধ্যে পুরোপুরি ভারসাম্য রাখতে পারে। তারা সারাদিনের পরিশ্রমের পরেও সঙ্গীকে ভালোবাসা এবং যত্ন দিতে পিছপা হয় না।

 

সাংবাদিকদের তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় নেই। তারা আপনাকে এক মিলিয়ন প্রশ্ন দিয়ে অতিষ্ঠ করবে না বা আপনি কীভাবে আপনার দিনের প্রতিটি মিনিট কাটিয়েছেন তা জানার দাবি করবে না। তারা আপনাকে স্পেস দেবে এবং বিনিময়ে একই আশা করবে।

 

সাংবাদিক হওয়া সহজ নয়। এটি কঠোর পরিশ্রম এবং নিঃশর্ত অধ্যবসায় দ্বারা ভারাক্রান্ত একটি জীবন। পিআর- এর সঙ্গে কাজ করা থেকে শুরু করে খবরের উৎসের পেছনে দৌড়ানো, কোনোটিই সহজ নয়। তারা ঠিক জানে যে কোনোকিছু সঠিকভাবে পেতে এবং কার্যকর করতে কী লাগে; এবং তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও একই আচরণ আশা করে।

 

সাংবাদিকদের সবসময় মজার মজার গল্প থাকে। তারাও কিন্তু দারুণ শ্রোতা, তারা সত্যিকার অর্থে আপনার প্রতি আগ্রহ দেখাবে। তারা আপনার করা সামান্য ইঙ্গিতও ধরে ফেলতে পারদর্শী।

 

সাংবাদিকরা প্রয়োজনে অন্যকে সাহায্য করার জন্য নিজের সামর্থ্যের বাইরেও যায়। এক্ষেত্রে অপরিচিত কেউ হলেও কোনো ব্যাপার না। তারা তাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখে না। এটা বলাই যায় যে, সাংবাদিকদের হৃদয় বড় হয়।

 

আপনার প্রিয় খেলা, কনসার্ট বা একটি শিল্প ইভেন্টে যোগ দিতে চান? আপনার ইচ্ছা হলেই তাকে জানান। কয়েকটি ফোনকলের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই টিকিট পেয়ে যাবেন!

দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ২:০৫ পূর্বাহ্ণ
দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

 

 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর ছেলেকে পিটিয়ে হত্যার চেষ্টা ও নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত মিশকাতকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেবিদ্বার থানার বুড়িরপার বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত মিশকাত রাঘবপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. খোরশেদ আলমের ছেলে। খোরশেদ আলমের বুড়িরপার বাজারে একটি রড–সিমেন্টের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেদিনও মিশকাত দোকান বন্ধ করে বাইরে বের হলে বিবাদীরা অতর্কিতভাবে হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা হলো—১. মো. নাহিদ (২২), ২. মো. আশরাফুল (২০), উভয়ের পিতা মো. জসিম; ৩. মো. নাঈম (২৪), পিতা মো. হারুন; ৪. মো. রিফাত (২৩), পিতা বাবুল; ৫. মো. পায়েল (১৮), পিতা মো. এরশাদ; ৬. মো. জসিম (৫৫), পিতা মৃত সুলতান; সবাই বুড়িরপার গ্রামের বাসিন্দা। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজন ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগে বলা হয়েছে।

বাদী খোরশেদ আলম জানান, “বিবাদীরা এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার রাতে আমার ছেলে দোকান বন্ধ করে বাইরে দাঁড়ানো অবস্থায় স্বৈরাচার আওয়ামী কৃষকলীগের ওয়ার্ড সভাপতি জসিমের নেতৃত্বে বিবাদীরা হঠাৎ হামলা চালায়। তারা লাঠি দিয়ে আঘাত করে এবং লাথি মেরে আমার ছেলেকে মাটিতে ফেলে দেয়। পরে নাঈম, রিফাত ও আশরাফুল তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। এ সময় তারা তার কাছে থাকা ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।”

মিশকাতের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিশকাতকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার বিষয়ে বাদী খোরশেদ আলম দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, বুড়িরপার এলাকায় বেশ কিছুদিন ধরে একটি চক্র চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। পুলিশের কঠোর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার তিতাসে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে ৪ নারীকে  তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু  তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ  কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ  দেবিদ্বার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ধানের জমিতে কারেন্ট পোকা দমনের উপায় গণপূর্ত প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ গণপূর্ত প্রকৌশলী লতিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়, একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন  রাজস্ব কর্মকর্তা দর্জি রুবেলের অবৈধ সম্পদের সাম্রাজ্য : প্রভাব, দুর্নীতি আর দায়মুক্তির গল্প কর পরিদর্শক রুবেল দর্জির নামে-বেনামে কোটি টাকার সম্পদ উন্মোচন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা তিতাসে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার  ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেবিদ্বারে জামায়াতে ইসলামী’র মানববন্ধন অনুষ্ঠিত গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ  সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি আওয়ামী দোসর কায়সার কবির: দুর্নীতির বিষবৃক্ষ গেড়ে গড়েছেন কোটি টাকার সাম্রাজ্য ব্রাহ্মনপাড়ায় স্ত্রী স্বীকৃতির দাবিতে তরুণীর অবস্থান  ডিপিডিসিতে আওয়ামী দোসর প্রকৌশলী আব্দুর রাজ্জাক | পর্ব -০১  গুলশান ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা অভিজিৎ কুমারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ