সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন ০১ দিন ব্যাপী পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যুর ঝুঁকি,ভিটামিন এ অভাবজনিত সমস্যা প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন ০১ দিন ব্যাপী পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মামুন উর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো: মনিরুজ্জামান,
উপজেলা সমাজসেবা অফিসার মো: সিরাজ উদ্দিন,
প্রেসক্লাব সাটুরিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক, আসাদ,দৈনিক সংবাদের প্রতিনিধি মো: ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সহ উপজেলা বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান শিশুর রোগ প্রতিরোধে সারাদেশের মত সাটুরিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইনে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্দিষ্ট বয়সে শিশুরা যেন ভিটামিন এ ক্যাপসুল থেকে বঞ্চিত না হয় বঞ্চিত না হয় সেদিকে সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।