ঈগলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ, জেনারেল ভূঁইয়া এবং দাদাভাই সাত্তারের নেতাকর্মীরা
 
 স্টাফ রিপোর্টার:
শত-সহস্র কর্মীর প্রিয়নেতা ‘দাদাভাই’ খ্যাত হাসান জামিল সাত্তার এবং কুমিল্লা-১ আসনের জনগণের ভোটে নির্বাচিত তিনবারের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়াদের বহু ত্যাগ-তিতিক্ষা নিজ হাতে গড়া তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানকে ঈগল প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে।
উল্লেখ্য, এই দুই কৃতিমান রাজনীতিবিদের যোগ্য উত্তরসূরী দাউদকান্দির রাজনীতিতে উজ্জ্বল মুখ।
জেনারেল ভূঁইয়ার বড় সন্তান দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এবং দাদাভাই খ্যাত হাসান জামিল সাত্তারের ছেলে ব্যারিস্টার নাঈম হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ।
দলের প্রবীণ এবং তৎকালীন তরুণ নেতাকর্মীরা স্মৃতিচারণ করে বলেন, ২০০৮ সালের নির্বাচনে নৌকার মাঝি জেনারেল ভূঁইয়া এবং হাসান জামিল সাত্তার দাদা তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করে যেভাবে, পথে প্রান্তরে নিরলস পরিশ্রম করে ৩৫ বছর পর মাননীয় প্রধানমন্ত্রীকে কুমিল্লা -১ আসন উপহার দিয়েছিলো, এবারও আমরা এই দুই নেতার যোগ্য উত্তরসূরীর নেতৃত্বে তৃণমূল আওয়ামী লীগের মার্কা “ঈগল প্রতীক” বিজয়ী করে, তৃণমূল আওয়ামী লীগের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দেব। কারণ প্রধানমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন যে, আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের পছন্দের প্রার্থীর জন্য নির্বাচনের কাজ করতে কোন দলীয় বাধা নিষেধ নেই।
সবাই ঐক্যের সুরে বলে, ভূইয়াঁ পরিবার এবং সাত্তার পরিবার আমাদের জন্য অনেক করেছেন,এবার আমাদের ঋণ শোধ করার পালা।
হাসান জামিল সাত্তার,ভক্তদের কাছে রাজনীতির শুদ্ধপুরুষ তিনি। দাউদকান্দির রাজনীতি সচেতন মানুষের কাছে সজ্জন ব্যক্তি।বিগত ২৫ জুন ২০২০ সালে মহামারি করোনাভাইরাসের কাছে হার মানেন, নীতির প্রশ্নে হার না মানা এই রাজনীতিক। হাসান জামিল সাত্তার কুমিল্লার ময়নামতি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুক্ত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। ছিলেন কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা। মৃত্যুর পূর্বে রেখে গেছেন অগণিত ভক্ত, গুনোগ্রাহী এবং ত্যাগী নেতাকর্মী।
বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সফল তিনবারের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দাউদকান্দিতে উপস্থিত হয়ে হাজারো নেতাকর্মীদের মাঝে নৌকার মাঝি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে পদার্পণ করান।সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জেনারেল ভূঁইয়া দাউদকান্দি-মেঘনা-তিতাসে লাখো আওয়ামী নেতাকর্মী সৃষ্টি করেন। যারা আওয়ামী রাজনীতিতে স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।


 
  
  
  
  
  
 

 
 
