ভাঙ্গায় নৌকার নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নি সংযোগ
মোঃ রিপন শেখ ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কৈখালী গ্রামে নৌকার একটি প্রচারণা অফিসে অগ্নিসংযোগ করেছেন দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন গত রাত (০৩-০১-২০২৪ ইং) ৩ টার সময় এ অগ্নি সংযোগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভাতে সক্ষম হয়। এখানে ফরিদপুর ৪ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতেছেন আওয়ামী লীগের হেভি ওয়েট প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।অগ্নিসংযোগ এর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরতি খুদা,অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল তালাক মাহমুদ শাহানশা,সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা পুলিশ অফিসার মামুনুর রশি।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশ অফিসার মামুনুর রশিদ জানান, অপরাধী যে দলের হোক না কেন, এই ডিজিটাল যুগে পারপাওয়ার কোন সুযোগ নেই। আমরা তাদেরকে ধরে আইনের আওতায় আনবোই।
এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ করা হয়েছে।



