সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাবিবুর রহমানঃ স্টাফ রিপোর্টারঃ
সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ধানকোড়া বাজারে, ইউনিয়ন কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সেক্রেটারি মিজানূর রহমান সাংগঠনিক বক্তব্য রাখেন। রক্তব্য ও বিশেষ আলোচনা করেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহ- সভাপতি মোহাম্মাদূল।
সাংগঠনিক ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাটুরিয়া উপজেলা ও ধানকোড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)। বক্তব্য রাখেন দলটির ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম।
উপস্থিত ছিলো স্থানীয় সাধারন জনগন ও রোজাদার মুসল্লীরা,
বক্তব্য শেষে দেশবাসী জন্য দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।