স্কুলের জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

আশিকুর রহমান :
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ইউনিয়নের কোতালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কোতালিরচর বিলপাড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নারী, পুরুষ ও শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে ৩৩ শতাংশ জমি কোতালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ওয়াকফা করে দেওয়া হয়।
অথচ শুক্কুর আলী নিজ স্বার্থ হাসিলের জন্য ওয়ারিশদের কাছ থেকে নিজ নামে লিখিয়ে স্কুলের জমিতে বিগত সরকারের প্রভাব খাটিয়ে জমিটি জবর দখল করে মালিকানা দাবী করছে।
আরও বলেন, ভূমিদস্যু শুক্কুর আলীর দখল থেকে সরকারি স্কুলের জন্য নির্ধারিত জমিতে স্কুল প্রতিষ্ঠা করা হউক। আশপাশের ৫ গ্রামে কোন সরকারী স্কুল নেই।
অতত্রব ভূমিদস্যু শুক্কুর আলীর কাছ থেকে জমিটি উদ্ধার করে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ব্যবস্থা করে দিতে স্থানীয় প্রশাসন সহ উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে সত্যতা জানতে শুক্কুর আলীর মোবাইলে একাধিকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।