নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।
হটলাইন নম্বরসমূহ হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিনরাত ২৪ ঘন্টা চালু থাকবে।
এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।
সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ধানকোড়া বাজারে, ইউনিয়ন কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সেক্রেটারি মিজানূর রহমান সাংগঠনিক বক্তব্য রাখেন। রক্তব্য ও বিশেষ আলোচনা করেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহ- সভাপতি মোহাম্মাদূল।
সাংগঠনিক ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাটুরিয়া উপজেলা ও ধানকোড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)। বক্তব্য রাখেন দলটির ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম।
উপস্থিত ছিলো স্থানীয় সাধারন জনগন ও রোজাদার মুসল্লীরা,
বক্তব্য শেষে দেশবাসী জন্য দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন রায়পুর সিংগুলা মিয়া বাড়ির সাংবাদিক মনির হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে মোঃ বাবু নামের এক সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রবিবার বিকেলে সাংবাদিক মনির হোসেনের ফার্মেসি দোকানে এসে দোকানের পরিচালক মোঃ কায়েসকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী বাবু। সে বলেন, যদি দোকানে কোনরকম প্রাথমিক চিকিৎসা দেয় তাহলে মালিক মনির হোসেনকে জবাই করে হত্যা করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর পরামর্শে ১০ মার্চ সোমবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক মনির। অভিযোগ পাওয়ার পর গৌরীপুর তদন্ত কেন্দ্র থেকে বাবুকে জানানো হয় তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
এরপর আজ সন্ধ্যায় বাবু ফের মনির হোসেনের বাড়িতে এসে দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি দেয়। তবে পরিবারের সদস্যরা চিৎকার করলে বাবু দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টায় আগুন লেগে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চারটি দোকানের মালিক।
পল্লীমা ইলেকট্রিক এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
পল্লীমা ইলেকট্রনিক এর মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত প্রবাসি মাঈনুদ্দিন কিছু দিন আগে আমি নতুন দোকান করেছি মাত্র। সব পুড়ে গেছে। আমার ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।
অপর দোকানের মালিক মজিব মেম্বার জানান,
দোকানে থাকা মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভূইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার জানান বই খাতা নষ্ট হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার। নগদ ২৯০০/ টাকা এবং একটি ল্যাপটপ খোয়া গেছে।
এবিষয়ে মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার বলেন,আমি বাজারেই ছিলাম। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি, আমার ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলার দৌড়ে ছুটে যাই।
মসজিদের মাইকে মাইকিং করি এবং মোবাইল লাইভে গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানাই। নিজেরা পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হোমনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েই আমার নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ ঘন্টায় পুরো কার্যক্রমের সমাপ্তি ঘটে।
আহত নিহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।