তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান

হালিম সৈকত,কুমিল্লা।
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক একতা ঐক্য সংস্থা”র পক্ষ থেকে দক্ষিণ আকালিয়ায় আগুনে বাড়িঘর পুড়ে যাওয়া একটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আগুনে পুড়ে নিঃস্ব হেলেন মিয়ার পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিতাসের এই মানবিক সংগঠনটি।
মানবিক একতা ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, রেমিট্যান্সযোদ্ধা ভাটিপাড়ার কৃতি সন্তান সোহেল প্রধানের নেতৃত্বে এমসয় উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ সাইদুর রহমান, সংগঠনের অন্যতম উপদেষ্টা সুমন সরকারসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতাস উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক আবু সাইদ আসিফসহ কয়েকজন ছাত্রনেতা।
ক্ষতিগ্রস্ত হেলেন মিয়ার ফ্যামিলির জন্য যারা আর্থিক অনুদান প্রদান করতে সহযোগিতা করেছেন তারা হলেন, সুমন বিডি, গাজী আরিফ, জামান প্রধান, , রানা ভূইয়া, সম্রাট এবং নাম প্রকাশে অনিচ্ছুক কুয়েত প্রবাসী এক ভাই।
এছাড়া সংগঠনটি এর আগেও ভাটিপাড়ায় একটি অসহায় পরিবারকে সুপেয় পানির পানের জন্য একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, কৈয়ারপাড় থেকে ভাটিপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার, গর্ভবতী একজন মহিলার চিকিৎসা সহায়তা, একটি পরিবারকে টয়লেট নির্মাণে অর্থ সহায়তা, পাঁয়ে পঁচন ধরা একজনকে চিকিৎসা,
গুরুতর অসুস্থ একটি শিশুকে অর্থ প্রদান, ওয়াজ মাহফিলসহ নানা সামাজিক কাজে সহযোগিতাসহ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সংগঠনটি। আর এসব কাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সোহেল প্রধান।