খুঁজুন
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

ধর্ষণের বিচার

দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

মু. শামীম রেজা
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ
দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

সারাদেশে ধর্ষণবিরোধী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ইসলামী ছাত্র আন্দোলনের।

দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ৯ মার্চ’২৫ রোজ রবিবার রাত ১০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শেষ হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান নোমানের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ।

প্রধান অতিথি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনে করে, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধর্ষণকান্ড নির্মূলে দাবি ও কর্মসূচি ঘোষণা করে।

দাবি-
ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।

কর্মসূচি-
আগামী ১০, ১১ ও ১২ মার্চ দেশব্যাপী সকল ক্যাম্পাসে, জেলায় ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হবে।

অনতিবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হলে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হুসাইন নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার, কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মুহাম্মাদ আবু হানিফ , ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ আরিয়ান ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি আব্দুল কাদেরসহ ঢাকা মহানগর ও ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।

নিউজ/বিএনবি/এসএমএম

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

হাবিবুর রহমানঃ স্টাফ রিপোর্টারঃ

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ধানকোড়া বাজারে, ইউনিয়ন কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সেক্রেটারি মিজানূর রহমান সাংগঠনিক বক্তব্য রাখেন। রক্তব্য ও বিশেষ আলোচনা করেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহ- সভাপতি মোহাম্মাদূল।

 

সাংগঠনিক ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাটুরিয়া উপজেলা ও ধানকোড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)। বক্তব্য রাখেন দলটির ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম।

 

উপস্থিত ছিলো স্থানীয় সাধারন জনগন ও রোজাদার মুসল্লীরা,

বক্তব্য শেষে দেশবাসী জন্য দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।

সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন রায়পুর সিংগুলা মিয়া বাড়ির সাংবাদিক মনির হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে মোঃ বাবু নামের এক সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রবিবার বিকেলে সাংবাদিক মনির হোসেনের ফার্মেসি দোকানে এসে দোকানের পরিচালক মোঃ কায়েসকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী বাবু। সে বলেন, যদি দোকানে কোনরকম প্রাথমিক চিকিৎসা দেয় তাহলে মালিক মনির হোসেনকে জবাই করে হত্যা করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর পরামর্শে ১০ মার্চ সোমবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক মনির। অভিযোগ পাওয়ার পর গৌরীপুর তদন্ত কেন্দ্র থেকে বাবুকে জানানো হয় তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।

এরপর আজ সন্ধ্যায় বাবু ফের মনির হোসেনের বাড়িতে এসে দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি দেয়। তবে পরিবারের সদস্যরা চিৎকার করলে বাবু দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

 

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টায় আগুন লেগে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চারটি দোকানের মালিক।

পল্লীমা ইলেকট্রিক এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। 

পল্লীমা ইলেকট্রনিক এর মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত প্রবাসি মাঈনুদ্দিন কিছু দিন আগে আমি নতুন দোকান করেছি মাত্র। সব পুড়ে গেছে। আমার ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।

অপর দোকানের মালিক মজিব মেম্বার জানান,

দোকানে থাকা মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভূইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার জানান বই খাতা নষ্ট হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার। নগদ ২৯০০/ টাকা এবং একটি ল্যাপটপ খোয়া গেছে।

 

এবিষয়ে মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার বলেন,আমি বাজারেই ছিলাম। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি, আমার ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলার দৌড়ে ছুটে যাই।

মসজিদের মাইকে মাইকিং করি এবং মোবাইল লাইভে গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানাই। নিজেরা পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

হোমনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েই আমার নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ ঘন্টায় পুরো কার্যক্রমের সমাপ্তি ঘটে।

আহত নিহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন ০১ দিন ব্যাপী পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।  নারী নির্যাতন ও যৌন হয়রানি হটলাইন নম্বর চালু করলো সরকার মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেবিদ্বারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন হাসনাত আবদুল্লাহ দাউদকান্দিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘর ভাঙ্গার অভিযোগ গাজীপুরে নিষিদ্ধ ছাত্র লীগের শাকিব কাদের ছত্রছায়ায়: ২য় পর্ব গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিব হোসেন ইমনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের সম্পদের পাহাড় দুর্নীতির অভিযোগে ওএসডি হওয়া মো. সলিম উল্লাহ এখন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেবীগঞ্জে অবৈধ দুইটি ইটভাটা উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লার দেবিদ্বারে ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্বারক লিপি প্রদান দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণলংকাসহ ৬লাখ টাকার মালামাল লুট মহান ভাষা আন্দোলনের শহিদ স্মরণে হোমনার জয়পুরে “নাইট ক্রিকেট প্রীতিম্যাচ” অনুষ্ঠিত নরসিংদীতে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন জেলা প্রশাসক অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে বসেন কালকিনি হাসপাতালের চিকিৎসক;ভোগান্তিতে রোগীরা পাবলিক ইন্সটিটিউট এর ৭৫ বছরপূর্তি উপলক্ষে “দীপ্তিময় করিমপুর দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন দাউদকান্দিতে ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ  তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান দেবিদ্বার বড়শালঘর ইউনিয়নের সচিব নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  স্কুলের জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন নরসিংদীতে বিবস্ত্র অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ঘরে মায়ের রক্তাক্ত লাশ, পুলিশের দাবি একমাত্র ছেলেই খুনি  আমাদের উপর জুলুম করা হয়েছে- ডা. শফিকুর রহমান 
Open chat
Hello
Can we help you?