নরসিংদীতে পৃথক অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৬

আশিকুর রহমান :
জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন।
এসময় বিভিন্ন স্থান থেকে মোট ১৬৩ কেজি গাঁজা ও ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান,
গত ২৪ ঘন্টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক ৯৬কেজি গাঁজা ও ৬২ পিস ইয়াবা উদ্ধারসহ ১জন, নরসিংদী মডেল থানা কর্তৃক ৪০কেজি গাজা সহ ১টি বাস উদ্ধারসহ ২জন, রায়পুরা থানা কর্তৃক ২৫ কেজি গাজা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মনোহরদী থানা কর্তৃক ২কেজি গাঁজা, মাধবদী থানা কর্তৃক ২১পিস ইয়াবা উদ্ধারসহ সর্বমোট ১৬৩ কেজি গাঁজা ও ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধারজনিত এবং বিভিন্ন মামলায় সর্বমোট ৩৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, মাদক, জুয়া, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং সহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক করা হচ্ছে।