খুঁজুন
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

আদিয়াবাদ ইসলামিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
আদিয়াবাদ ইসলামিয়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

 

আশিকুর রহমান :

নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ৯৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগীতায দৌড়, লং জাম্প, হাই জাম্প, চাকতি নিক্ষেপ,শট পুট এর মত ৫৪টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও ইউনিপোর্ট লজিষ্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান।

ক্রীড়া শিক্ষক জাকির হোসেন ভূঁইয়ার পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে ও ক্রীড়া নৈপূন্য প্রদর্শশ আমন্ত্রিত অতিথি ও আগত দর্শনার্থীদের নজর কেড়েছেন।

এসময় বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিগমা গ্রুপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া স্মৃতিচারণ করে বলেন, আজ থেকে ৩৬ বছর আগে এই বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ছিলাম,তখন বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সহপাঠীদের নিয়ে নানা উচ্ছলতায় হৈ- হুল্লুরে মেতে উঠতাম।

উপভোগ করতাম কৈশোর জীবনের সেরা সময়। আজকে মনে হচ্ছে আমিও হারিয়ে যায় এই শিক্ষার্থীদের মাঝে। স্যুটকোট খুলে মাঠে নেমে পড়ি। তবে আমাদের আমলে বিদ্যালয় ছিলো এনালগ এখন ডিজিটাল হয়েছে।

যুগের সাথে তাল মিলিয়ে পুরো বিশ্ব যেমন এখন হাতের মুঠোয় ঠিক তেমনি হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে আমাদের হা ডু ডু,দারিয়াবান্দা,বৌ চি,গোল্লাছুট খেলাগুলোর মতো আরো যেসব খেলা ছিলো সেগুলো পুনরুদ্ধার করতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ মন ও শরীর গঠন করতে হবে।

আর এই লক্ষ্যেই প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা ধরনের ক্রীড়া ইভেন্টের আয়োজন করে থাকে। পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং আয়োজক সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

 

পরে আগত অতিথিবৃন্দরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

হাবিবুর রহমানঃ স্টাফ রিপোর্টারঃ

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ধানকোড়া বাজারে, ইউনিয়ন কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন ও সেক্রেটারি মিজানূর রহমান সাংগঠনিক বক্তব্য রাখেন। রক্তব্য ও বিশেষ আলোচনা করেন উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহ- সভাপতি মোহাম্মাদূল।

 

সাংগঠনিক ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সাটুরিয়া উপজেলা ও ধানকোড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)। বক্তব্য রাখেন দলটির ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম।

 

উপস্থিত ছিলো স্থানীয় সাধারন জনগন ও রোজাদার মুসল্লীরা,

বক্তব্য শেষে দেশবাসী জন্য দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।

সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন রায়পুর সিংগুলা মিয়া বাড়ির সাংবাদিক মনির হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে মোঃ বাবু নামের এক সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রবিবার বিকেলে সাংবাদিক মনির হোসেনের ফার্মেসি দোকানে এসে দোকানের পরিচালক মোঃ কায়েসকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী বাবু। সে বলেন, যদি দোকানে কোনরকম প্রাথমিক চিকিৎসা দেয় তাহলে মালিক মনির হোসেনকে জবাই করে হত্যা করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর পরামর্শে ১০ মার্চ সোমবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক মনির। অভিযোগ পাওয়ার পর গৌরীপুর তদন্ত কেন্দ্র থেকে বাবুকে জানানো হয় তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।

এরপর আজ সন্ধ্যায় বাবু ফের মনির হোসেনের বাড়িতে এসে দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি দেয়। তবে পরিবারের সদস্যরা চিৎকার করলে বাবু দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

 

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টায় আগুন লেগে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চারটি দোকানের মালিক।

পল্লীমা ইলেকট্রিক এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। 

পল্লীমা ইলেকট্রনিক এর মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত প্রবাসি মাঈনুদ্দিন কিছু দিন আগে আমি নতুন দোকান করেছি মাত্র। সব পুড়ে গেছে। আমার ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।

অপর দোকানের মালিক মজিব মেম্বার জানান,

দোকানে থাকা মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভূইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার জানান বই খাতা নষ্ট হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার। নগদ ২৯০০/ টাকা এবং একটি ল্যাপটপ খোয়া গেছে।

 

এবিষয়ে মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার বলেন,আমি বাজারেই ছিলাম। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি, আমার ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলার দৌড়ে ছুটে যাই।

মসজিদের মাইকে মাইকিং করি এবং মোবাইল লাইভে গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানাই। নিজেরা পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

হোমনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েই আমার নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ ঘন্টায় পুরো কার্যক্রমের সমাপ্তি ঘটে।

আহত নিহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

সাটুরিয়ার ধানকোড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা সাটুরিয়ায় জাতীয় ভিটামিন ‘ এ ‘ প্লাস ক্যাম্পেইন ০১ দিন ব্যাপী পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।  নারী নির্যাতন ও যৌন হয়রানি হটলাইন নম্বর চালু করলো সরকার মাগুরার সেই শিশুর বুকে বসানো হলো টিউব দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেবিদ্বারে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন হাসনাত আবদুল্লাহ দাউদকান্দিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘর ভাঙ্গার অভিযোগ গাজীপুরে নিষিদ্ধ ছাত্র লীগের শাকিব কাদের ছত্রছায়ায়: ২য় পর্ব গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিব হোসেন ইমনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমানের সম্পদের পাহাড় দুর্নীতির অভিযোগে ওএসডি হওয়া মো. সলিম উল্লাহ এখন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেবীগঞ্জে অবৈধ দুইটি ইটভাটা উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লার দেবিদ্বারে ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ ও স্বারক লিপি প্রদান দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণলংকাসহ ৬লাখ টাকার মালামাল লুট মহান ভাষা আন্দোলনের শহিদ স্মরণে হোমনার জয়পুরে “নাইট ক্রিকেট প্রীতিম্যাচ” অনুষ্ঠিত নরসিংদীতে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন জেলা প্রশাসক অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে বসেন কালকিনি হাসপাতালের চিকিৎসক;ভোগান্তিতে রোগীরা পাবলিক ইন্সটিটিউট এর ৭৫ বছরপূর্তি উপলক্ষে “দীপ্তিময় করিমপুর দোকান থেকে বাড়ি ফেরার পথে খুন দাউদকান্দিতে ঘন কুয়াশায় ৮ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ নরসিংদীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ  তিতাসে আগুনেপুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে “মানবিক একতা ঐক্য সংস্থা”র অর্থ সহায়তা প্রদান দেবিদ্বার বড়শালঘর ইউনিয়নের সচিব নেপাল চন্দ্র পালের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  স্কুলের জমি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন নরসিংদীতে বিবস্ত্র অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার ঘরে মায়ের রক্তাক্ত লাশ, পুলিশের দাবি একমাত্র ছেলেই খুনি  আমাদের উপর জুলুম করা হয়েছে- ডা. শফিকুর রহমান 
Open chat
Hello
Can we help you?